হোম > সারা দেশ > ঢাকা

গত রাতে রাজধানীর ২ স্থানে আগুন, ফানুস থেকে সূত্রপাতের আশঙ্কা

আজকের পত্রিকা ডেস্ক­

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। ছবি: আজকের পত্রিকা

বছরের শেষ দিনের রাতে রাজধানীর দুটি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাজধানীর মিরপুরে ও ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের পেছনে অগ্নিকাণ্ডের সংবাদ পায় ফায়ার সার্ভিস। মিরপুরে ডাস্টবিনের আবর্জনায় ও ধানমন্ডির একটি দোকানে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। ফানুস থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে অনুমান ফায়ার সার্ভিসের।

মঙ্গলবার দিবাগত রাতে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাফি আল-ফারুক। তিনি জানান, মিরপুরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই আগুন নিভে যায়। অন্যদিকে ধানমন্ডিতে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

রাফি আল-ফারুক বলেন, ‘আজ (বুধবার) রাত ১২টা ৩৭ মিনিটে আমাদের কাছে সংবাদ আসে, মিরপুর ১১ নম্বর এলাকায় একটি ডাস্টবিনের আবর্জনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে রওনা হলে খবর আসে যে আগুন নিভে গেছে।’

আল-ফারুক আরও বলেন, ‘অন্যদিকে রাত ১২টা ২৫ মিনিটে আমাদের কাছে সংবাদ আসে, রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের পেছনে একটি মোটর পার্টসের দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। রাত ১টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফানুসের আগুন থেকে দোকানটিতে আগুন লাগে।’

পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে এবারও বিকট শব্দে পটকা-আতশবাজি ফোটানো আর ফানুস উড়িয়েছে নগরবাসী। রাত ১২টা বাজার আগেই আতশবাজি ও ফানুস উড়তে থাকে ঢাকার আকাশে। তাই প্রতিবছরের মতো এ বছরও আগুন লাগার ঘটনা ঘটেছে।

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

‘বাংলাদেশি স্ত্রী ব্ল্যাকমেল করছেন’, ৯৯৯-এ আত্মহত্যার হুমকি, পাকিস্তানিকে উদ্ধার করল পুলিশ

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল