হোম > সারা দেশ > মাদারীপুর

নিখোঁজের ৩ দিন পর কুমার নদে ভেসে উঠল ভাইবোনের লাশ

মাদারীপুর প্রতিনিধি

দুই শিশুর লাশ পাওয়ার পর স্বজনদের আহাজারি। ছবি: সংগৃহীত

মাদারীপুরের কুমার নদে গোসলে নেমে নিখোঁজ হওয়ার তিন দিন পর দুই ভাইবোনের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে মাদারীপুর সদর উপজেলার রাস্তি এলাকার কুমার নদ থেকে স্থানীয়রা এ দুই শিশুর লাশ উদ্ধার করে।

উদ্ধার হওয়া কুলসুম আক্তার (১১) ও মিনহাজ (৭) সদর উপজেলার তরমুগরিয়া এলাকায় হকার (ভাঙারি ব্যবসায়ী) লিটন মাতুব্বরের সন্তান। তারা স্থানীয় একটি মাদ্রাসায় পড়ত।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। স্থানীয়রা দুই শিশুর লাশ উদ্ধার করেছে।

দুই শিশুর স্বজনেরা জানান, লিটন মাতুব্বর ও মনোয়ারা বেগম দম্পতির তিন মেয়ে ও এক ছেলে। গত ৫ ফেব্রুয়ারি প্রতিদিনের মতো লিটন মাতুব্বর ভাঙ্গারি কেনাবেচার কাজে বাইরে যান। মা ছিলেন কাজে ব্যস্ত। এই সুযোগে মাদ্রাসা থেকে ফিরে দুপুরে পাশের কুমার নদে গোসলে যায় ভাইবোন। গোসল করতে নেমে দুই ভাইবোন নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারে নামে। বিকেল ৫টা পর্যন্ত তাদের সন্ধান মেলেনি। এরপর অভিযান বন্ধ রাখা হয়। আজ শনিবার সকালে কুমার নদের রাস্তি এলাকায় শিশু দুটির লাশ ভাসতে দেখে স্থানীয়রা।

দুই শিশুর মা মিনু বেগম বলেন, ‘আল্লাহ যেন কাউকে এমন শোক না দেন। একসঙ্গে দুই সন্তানের মৃত্যু, কীভাবে নেমে নেব!’

তাদের বাবা লিটন মাতুব্বর বলেন, ‘আল্লাহ আমারে এ কোন শাস্তি দিলেন। আমার দুই সন্তানকে কেন কেড়ে নিলেন?’

প্রতিবেশী মনোয়ারা বেগম বলেন, ‘তিন মেয়ের পরে ছেলে হয়েছে। তাই বাবা-মায়ের অনেক স্বপ্ন ছিল ছেলেকে নিয়ে। কিন্তু তা পূরণ হলো না। অকালেই হারাতে হলো দুই সন্তানকে। আল্লাহ যেন তাদের এই শোক সহ্য করার শক্তি দেন।’

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট