হোম > সারা দেশ > ঢাকা

ঈদের আগেই পূর্ণাঙ্গ বোনাস ও বকেয়া বেতন বুঝে চান পোশাককর্মীরা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

২০ রমজানের মধ্যেই ঈদের বোনাস ও বকেয়া বেতন পরিশোধের দাবি তুলেছেন পোশাককর্মীরা। গার্মেন্টস মালিকেরা কখনো চাপের মুখে একদম শেষ পর্যায়ে, আবার কখনো ঈদের পরে বোনাস পরিশোধ করেন—এ কথা উল্লেখ করে এবার ২০ রমজানের মধ্যেই ঈদের বোনাসসহ বকেয়া সব বেতন বুঝে পাওয়ার দাবি করেন তাঁরা। শুক্রবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই দাবিতে সমাবেশ করে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ও গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন। 

সমাবেশে উপস্থিত বক্তারা জানান, গার্মেন্টস মালিকেরা নানা অজুহাতে শ্রমিকদের বোনাস না দেওয়ার পরিকল্পনা করেন। কিন্তু একজন শ্রমিক দুটি ঈদেই বোনাসের জন্য অপেক্ষা করেন। তাঁরা আশা করেন, ঈদের আগেই তাঁদের বেতন ও ন্যায্য বোনাস পাবেন। কিন্তু এ জন্য প্রতিবারই তাঁদের মালিকের বিপক্ষে আন্দোলনে নামতে হয়। তাই এবার ২০ রমজানের মধ্যেই সব বেতন ও বোনাস দিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন গার্মেন্টস কর্মীরা। 

গার্মেন্টস শ্রমিক নাসিমা বেগম বলেন, ‘আমরা সারা বছর এই ঈদের জন্যই অপেক্ষা করি যে, ঈদ আসবে আর আমরা একটা বোনাস পাব। আমাদেরও ইচ্ছে করে বাচ্চাদের নতুন জামা কিনে দেই। কিন্তু মালিকেরা নানা ছলে আমাদের বেতন ও বোনাস ঈদের আগে দিতে চান না। আমাদের অনুরোধ, আপনারা এমন না করে আমাদের ন্যায্য পাওনা আমাদের বুঝিয়ে দিন।’

গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়নের নেতা মন্টু ঘোষ বলেন, ‘প্রতি বছর ইদ উৎসবের সময় গার্মেন্টস শ্রমিকেরা উৎসব বোনাস থেকে বঞ্চিত হয়। ২০ রোজার মধ্যে চলতি মাসের বেতন ও বোনাস পরিশোধ করা না হলে ঈদের আগে শ্রমিকদের অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেওয়া হবে। বেসিকের সমান বোনাসের দাবি অন্যান্য বছরের মতো এবারও যদি সর্বত্র উপেক্ষিত হয় তাহলে উপযুক্ত জবাব দেওয়া হবে।’ 

এ সময় মন্টু ঘোষ সংকট সৃষ্টির আগেই সরকারি সংস্থাসমূহকে কার্যকর ভূমিকা গ্রহণের আহ্বান জানান। 

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট