হোম > সারা দেশ > ঢাকা

মগবাজারে দশম শ্রেণির স্কুলছাত্রের আত্মহত্যা

ঢামেক প্রতিনিধি

রাজধানীর মগবাজারে সোহার্দ্য রহমান মুহূর্ত (১৭) নামে এক স্কুলছাত্র নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আজ রোববার সকাল ১০টার দিকে গলায় ফাঁস দেয় সোহার্দ্য। এরপর মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বেলা ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করে। 

মৃত সোহার্দ্য ফার্মগেট সরকারি বিজ্ঞান স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। 

সোহার্দ্যের বাবা জিল্লুর রহমান জানান, সকালে তিনি অফিসে চলে যান। সোহার্দ্যর মা ছোট মেয়েকে নিয়ে স্কুলে যায়। এ সময় একাই বাসায় ছিল সোহার্দ্য এবং ক্রিকেট খেলা দেখছিল। স্কুল থেকে বাসায় এসে তার স্ত্রী দেখেন সে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। তখন স্ত্রী ফোন করলে দ্রুত বাসায় যান জিল্লুর রহমান। এরপর সোহার্দ্যকে দ্রুত হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

জিল্লুর রহমান বলেন, ‘আমার স্বপ্ন ভেঙে শেষ। আমার একমাত্র আশা ভরসা শেষ হয়ে গেল। আমি কি নিয়ে বাঁচব।’ 

জিল্লুর আরও বলেন, সোহার্দ্য খুব ভালো ছাত্র ছিল। পঞ্চম ও অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি পায়। কিন্তু করোনার কারণে পড়াশোনায় কিছুটা ঘাটতি হয়ে যায়। অষ্টম শ্রেণির মত ভালো রেজাল্ট করতে পারবে কি না, এ সব বিষয়ে অনেক চিন্তা করত। সারা দিন পড়াশোনার মধ্যেই থাকত। কেন সে এভাবে আমাদের ফাঁকি দিল, কিছুই বুঝতে পারছি না। 

জিল্লুর রহমানের বাড়ি মাগুরা জেলার শ্রীপুর উপজেলায়। বর্তমানে মগবাজারের আমবাগানে ৬ তলা একটি বাসার ৫ তলায় ভাড়া থাকেন তারা। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি হাতিরঝিল থানায় অবহিত করা হয়েছে।’

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ