হোম > সারা দেশ > মানিকগঞ্জ

ঘিওরে গ্যাস ট্যাবলেট খেয়ে স্কুলছাত্রীর মৃত্যু

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের ঘিওরে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট (কীটনাশক) খেয়ে মীম (১৫) নামে এক স্কুছাত্রী মারা গেছে। আজ সোমবার সকালে পুলিশ ওই ছাত্রীর মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে।

এর আগে গতকাল রোববার রাত সাড়ে ৯ টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় মীমকে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মীম টাংগাইল জেলার নাগরপুর উপজেলার বারাপুষা গ্রামের আলমগীর হোসেনের মেয়ে। সে ঘিওরের বড়কুষ্টিয়া গ্রামে নানার বাড়িতে থেকে লেখাপড়া করত। তেরশ্রী কালী নারায়ন ইনস্টিটিউশন থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী ছিল বলে জানা গেছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রাত সাড়ে আটটার দিকে হঠাৎ মীমের নানির কান্নাকাটির শব্দ পেয়ে প্রতিবেশীরা এগিয়ে এসে মীমকে অসুস্থ দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত মেডিকেল কর্মকর্তা ডা. জান্নাতুল ফেরদৌস আজকের পত্রিকাকে বলেন, ‘রাত ৯ টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় প্রতিবেশীরা রোগীকে হসপিটালে নিয়ে আসে। এর কিছুক্ষণ পরেই সে মারা যায়।‌ ধারণা করা হচ্ছে সে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট (কীটনাশক) পান করেছিল।’

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে। পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ডেমরায় ডিবি পরিচয়ে অপহরণচেষ্টাকালে আটক ৩

কেরানীগঞ্জে মাদ্রাসা ভবনে বিস্ফোরণ, শিশুসহ আহত ৪

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার দুজন কারাগারে

গুলিস্তানের ভবনটিতে ফায়ার হাইড্রেন্ট না থাকায় আগুন নিয়ন্ত্রণে দেড় ঘণ্টা লাগে: ফায়ার সার্ভিস

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের

দীপু দাসের হত্যাকারীদের শাস্তি না দিলে ভোট বর্জনের হুঁশিয়ারি হিন্দু মহাজোটের

৩০০ ফুট থেকে ১৪৮ টন বর্জ্য অপসারণ করেছে ডিএনসিসি

দেড় ঘণ্টার চেষ্টায় গুলিস্তানে বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

গুলিস্তানে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৯টি ইউনিট

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ