যাবজ্জীবন সাজা খাটার পরও সাড়ে ৭ বছর ধরে কারাগারে থাকা আলাউদ্দিন গাজীর বিরুদ্ধে আর কোনো মামলা রয়েছে কি না জানতে চেয়েছেন হাইকোর্ট।
রাষ্ট্রপক্ষের আইনজীবীকে কারা কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য নিয়ে তা আদালতকে জানাতে বলা হয়েছে। সেই সঙ্গে এই বিষয়ে আদেশের জন্য আগামী মঙ্গলবার দিন ধার্য করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি শওকত আলী চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে যাবজ্জীবন সাজা খাটার পরও সাড়ে ৭ বছর ধরে কারাগারে রয়েছেন শরীয়তপুরের গোসাইর হাট এলাকার আলাউদ্দিন গাজী—এমন প্রতিবেদন প্রচার করে একটি বেসরকারি টিভি চ্যানেল। পরে আলাউদ্দিন গাজীকে হাইকোর্টে হাজির করার নির্দেশনা চেয়ে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী বিভূতি তরফদার। রিটে ওই টিভি চ্যানেলে প্রচারিত প্রতিবেদনটি যুক্ত করা হয়।