হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে ওয়ার্কশপ কর্মীকে হত্যা

ঢামেক প্রতিনিধি

রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীর বিদ্যুৎ গলিতে ছুরিকাঘাতে এক ওয়ার্কশপ শ্রমিক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত আড়াইটার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন। 

নিহতের নাম হাসান হাওলাদার (৩০)। তিনি পটুয়াখালীর সদর উপজেলার গোফখালী গ্রামের মুন্নাফ হাওলাদারের ছেলে। বর্তমানে দক্ষিণ যাত্রাবাড়ী চন্দনকোঠা এলাকায় থাকতেন এবং সায়দাবাদ এলাকায় একটি ওয়ার্কশপে কাজ করতেন। 

এ বিষয়ে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজার রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘রাতে বিদ্যুৎ গলিতে দুর্বৃত্তরা হাসান হাওলাদার নামের ওই যুবকের বুকের দুই পাশে দুটি ও বাঁ হাতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে থানায় নিয়ে আসে। পরে দ্রুত তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার বিস্তারিত জানার জন্য তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’ 

এদিকে হাসানের ভগ্নিপতি মো. মমিন হোসেন আজকের পত্রিকাকে জানান, জায়গা-জমি নিয়ে বিরোধের মীমাংসার জন্য গত ১০-১২ দিন আগে গ্রামের বাড়িতে যান হাসান। মঙ্গলবার রাতে গ্রাম থেকে আবার ঢাকায় ফিরছিলেন। বাস থেকে দোলাইরপাড়ে নামেন তিনি। সেখান থেকে দক্ষিণ যাত্রাবাড়ী চন্দনকোঠা টানপাড়া মসজিদ এলাকার তাঁর বাসায় ফিরছিলেন। পথে বিদ্যুৎ গলিতে দুর্বৃত্তরা তাঁকে ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। পরে থানার পুলিশের মাধ্যমে হাসানের মৃত্যুর খবর পান। 

তিনি আরও জানান, কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে নিশ্চিত নন তিনি। তবে হাসানের সঙ্গে থাকা মোবাইল ফোন, মানিব্যাগসহ কিছুই খোয়া যায়নি।

হাদি হত্যা মামলার চার্জশিট না দেওয়া পর্যন্ত ‘মার্চ ফর ইনসাফ’ করবে ইনকিলাব মঞ্চ

ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ, থানায় লাশ রেখে ৪ লাখে রফাদফা

ভেনেজুয়েলা তেলশিল্পকে রাষ্ট্রীয়করণ করায় যুক্তরাষ্ট্রের হামলা: উদীচী

বুয়েটের নকশা করা ব্যাটারি রিকশা ঢাকার যে দুটি এলাকায় চলাচলের অনুমতি পেল

মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন তাসনিম জারা

হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিও বার্তা পরীক্ষা-নিরীক্ষা চলছে: ডিএমপি কমিশনার

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ