হোম > সারা দেশ > ঢাকা

হত্যা মামলায় যুবলীগের ওয়ার্ড সহসভাপতি গ্রেপ্তার

উত্তরা (ঢাকা), প্রতিনিধি

মামুন মিয়া ওরফে মসল্লা মামুন। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় রাজধানীর উত্তরা থেকে ডিএনসিসির ৫০ নং ওয়ার্ড যুবলীগের সহসভাপতি মামুন মিয়া ওরফে মসল্লা মামুনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল সোমবার উত্তরা পূর্ব থানাধীন ৪ নং সেক্টর পার্কের দক্ষিণ পাশ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আজ মঙ্গলবার র‍্যাব-১ এর সহকারী পুলিশ সুপার (অপ্স অ্যান্ড মিডিয়া) মো. মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মাহফুজুর রহমান বলেন, গ্রেপ্তার মামুনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মো. সাগর (১৯) নামের এক যুবককে হত্যার অভিযোগে উত্তরা পশ্চিম থানায় মামলা রয়েছে।

এএসপি মাহফুজ বলেন, ‘গত ৫ আগস্ট ভোর ৫টায় উত্তরা পশ্চিম থানাধীন জসিম উদ্দিনের আর এ কে টাওয়ারের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে অংশগ্রহণ করলে অস্ত্রধারী সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন সাগর। এ ঘটনায় তাঁর বাবা সেরাজুল গাজী বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় গত ৩ সেপ্টেম্বর হত্যা মামলা করেন। ওই মামলার এজাহারনামীয় আসামি মামুন মিয়া ওরফে মসল্লা মামুন।’

গ্রেপ্তার মামুন কুমিল্লার মুরাদনগর উপজেলার হায়দারাবাদ গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। বর্তমানে দক্ষিণখানের পূর্ব মোল্লারটেক তেঁতুলতলা এলাকায় থাকেন।

এএসপি মাহফুজ বলেন, ‘গ্রেপ্তারের পর মামুনকে আইনানুগ ব্যবস্থার জন্য উত্তরা পশ্চিম থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট