হোম > সারা দেশ > মানিকগঞ্জ

র‍্যাব পরিচয়ে বাবা–ছেলের প্রায় ৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ 

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

র‍্যাবের পরিচয় দিয়ে একদল ছিনতাইকারী বাবা–ছেলের সঙ্গে থাকা ৭ লাখ ৯৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রাইভেটকারে আসা ছিনতাইকারীরা ভুক্তভোগী বাবা–ছেলের কাছে মাদক আছে বলে অভিযোগ তুলে এ ঘটনা ঘটায়। 

আজ সোমবার দুপুর আড়াইটার দিকে শিবালয় উপজেলার উলাইল ইউনিয়নের দশ চিড়া কবরস্থান এলাকার এই ঘটনাটি ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ নূর এ আলম। 

এ ঘটনায় ভুক্তভোগীরা হলেন—শিবালয় উপজেলার বিরাজপুর গ্রামের কৃষক তারাপ আলী (৫০)। তাঁর ছেলে রুবেল (২৮)। 

এ ঘটনায় শিবালয় থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, সোমবার বেলা আড়াইটার দিক কৃষক তারাপ আলী ও তাঁর ছেলে রুবেল (২৮) স্থানীয় অগ্রণী ব্যাংক আরিচা ঘাট শাখা থেকে ৫ লাখ ৪৫ হাজার টাকা ও সোনালী ব্যাংক শিবালয় শাখা থেকে আড়াই লাখ টাকা উত্তোলন করে মোটরসাইকেলে বিরাজপুরে বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে উপজেলার উলাইল ইউনিয়নের টেপড়া-উলাইল সড়কর দশ চিড়া কবরস্থানের সামনে সিলভার কালারের একটি প্রাইভেটকার তাদের গতিরোধ করে। এ সময় প্রাইভেটকারে থাকা চালকসহ চারজনের সবাই নিজেদের র‍্যাবের সদস্য পরিচয় দেয়। তাদের কাছে গাঁজা (মাদক) আছে বলে অভিযোগ করে এবং জোরপূর্বক বাবা–ছেলেকে প্রাইভেটকারে তুলে নেয়। পরে তাদের সঙ্গে ব্যাংক থেকে তোলা ৭ লাখ ৯৫ হাজার টাকা হাতিয়ে নিয়ে ঢাকা-পাটুরিয়া সড়কের নবগ্রাম ফায়ার সার্ভিস অফিস এলাকায় নামিয়ে রেখে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পুলিশকে খবর দেয়। এ ঘটনায় ভুক্তভোগী তারাপ আলী শিবালয় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

এ বিষয়ে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ-নূর এ আলম জানান, অভিযোগের প্রেক্ষিত ঘটনার তদন্ত চলছে। সড়ক পথের বিভিন্ন স্থানে থাকা ভিডিও ফুটেজ অনুসন্ধান করা হচ্ছে।’ 

ওসি আরও বলেন, ‘গাড়িটির নম্বর প্লেট একটি সাদা কালার দিয়ে ঢেকে দেওয়া, আপাতত ভিডিও ফুটজে এমনটি দেখা যাচ্ছে।’ 

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট