হোম > সারা দেশ > ঢাকা

যাত্রাবাড়ীতে অতিরিক্ত দামে তেল বিক্রি করায় ২ লাখ টাকা জরিমানা

অতিরিক্ত দামে ভোজ্যতেল বিক্রি করায় রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীর আবুল খায়ের ট্রেডার্সকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করায় ওই প্রতিষ্ঠানের তেল জব্দ ও প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে। গতকাল শনিবার বাণিজ্য মন্ত্রণালয়ের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এই জরিমানা ও প্রতিষ্ঠানটি সিলগালা করে। 

অভিযানে নেতৃত্ব দেওয়া বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, প্রতিষ্ঠানটি সরকারের বেঁধে দেওয়া দামের চেয়ে অতিরিক্ত দামে বিক্রি করার কারণে এটি সিলগালা করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং ৬০ ব্যারেল তেল জব্দ করা হয়েছে। অন্যদিকে এর মালিককে বাণিজ্য মন্ত্রণালয়ে ডাকা হয়েছে। সবাই বসে জব্দ করা তেলের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। 

এই অভিযানের সময় উপস্থিত ছিলেন ভোক্তা অধিকারের পরিচালক মো. শাহরিয়ার। 

এদিকে আবুল খায়ের ট্রেডার্সের মালিক আবুল খায়ের অভিযোগ করে বলেন, ‘সরকার তেলের দাম নির্ধারণ করে দিয়েছে, এতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমরা সিটি গ্রুপ থেকে ১৭২ টাকা কেজি দরে তেল কিনে আনি এবং কেজিতে ৫০ পয়সা বা ১ টাকা লাভে বিক্রি করে থাকি। অন্যদিকে তেল বিক্রেতা সিটি গ্রুপ কোনো মানি রিসিটও দেয় না। মিলাররা সঠিক দামে বিক্রি করলে আমরাও বিক্রি করতে পারব।’ 

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির