হোম > সারা দেশ > ঢাকা

যাত্রাবাড়ীতে অতিরিক্ত দামে তেল বিক্রি করায় ২ লাখ টাকা জরিমানা

অতিরিক্ত দামে ভোজ্যতেল বিক্রি করায় রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীর আবুল খায়ের ট্রেডার্সকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করায় ওই প্রতিষ্ঠানের তেল জব্দ ও প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে। গতকাল শনিবার বাণিজ্য মন্ত্রণালয়ের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এই জরিমানা ও প্রতিষ্ঠানটি সিলগালা করে। 

অভিযানে নেতৃত্ব দেওয়া বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, প্রতিষ্ঠানটি সরকারের বেঁধে দেওয়া দামের চেয়ে অতিরিক্ত দামে বিক্রি করার কারণে এটি সিলগালা করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং ৬০ ব্যারেল তেল জব্দ করা হয়েছে। অন্যদিকে এর মালিককে বাণিজ্য মন্ত্রণালয়ে ডাকা হয়েছে। সবাই বসে জব্দ করা তেলের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। 

এই অভিযানের সময় উপস্থিত ছিলেন ভোক্তা অধিকারের পরিচালক মো. শাহরিয়ার। 

এদিকে আবুল খায়ের ট্রেডার্সের মালিক আবুল খায়ের অভিযোগ করে বলেন, ‘সরকার তেলের দাম নির্ধারণ করে দিয়েছে, এতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমরা সিটি গ্রুপ থেকে ১৭২ টাকা কেজি দরে তেল কিনে আনি এবং কেজিতে ৫০ পয়সা বা ১ টাকা লাভে বিক্রি করে থাকি। অন্যদিকে তেল বিক্রেতা সিটি গ্রুপ কোনো মানি রিসিটও দেয় না। মিলাররা সঠিক দামে বিক্রি করলে আমরাও বিক্রি করতে পারব।’ 

সংকট কাটছে না শিগগির

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা