হোম > সারা দেশ > ঢাকা

যাত্রাবাড়ীতে অতিরিক্ত দামে তেল বিক্রি করায় ২ লাখ টাকা জরিমানা

অতিরিক্ত দামে ভোজ্যতেল বিক্রি করায় রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীর আবুল খায়ের ট্রেডার্সকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করায় ওই প্রতিষ্ঠানের তেল জব্দ ও প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে। গতকাল শনিবার বাণিজ্য মন্ত্রণালয়ের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এই জরিমানা ও প্রতিষ্ঠানটি সিলগালা করে। 

অভিযানে নেতৃত্ব দেওয়া বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, প্রতিষ্ঠানটি সরকারের বেঁধে দেওয়া দামের চেয়ে অতিরিক্ত দামে বিক্রি করার কারণে এটি সিলগালা করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং ৬০ ব্যারেল তেল জব্দ করা হয়েছে। অন্যদিকে এর মালিককে বাণিজ্য মন্ত্রণালয়ে ডাকা হয়েছে। সবাই বসে জব্দ করা তেলের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। 

এই অভিযানের সময় উপস্থিত ছিলেন ভোক্তা অধিকারের পরিচালক মো. শাহরিয়ার। 

এদিকে আবুল খায়ের ট্রেডার্সের মালিক আবুল খায়ের অভিযোগ করে বলেন, ‘সরকার তেলের দাম নির্ধারণ করে দিয়েছে, এতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমরা সিটি গ্রুপ থেকে ১৭২ টাকা কেজি দরে তেল কিনে আনি এবং কেজিতে ৫০ পয়সা বা ১ টাকা লাভে বিক্রি করে থাকি। অন্যদিকে তেল বিক্রেতা সিটি গ্রুপ কোনো মানি রিসিটও দেয় না। মিলাররা সঠিক দামে বিক্রি করলে আমরাও বিক্রি করতে পারব।’ 

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট