হোম > সারা দেশ > ঢাকা

লেকপাড়ে তিন বন্ধুর গল্প, পানিতে পড়ে একজনের মৃত্যু

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর উত্তরায় লেকপাড়ে তিন বন্ধু মিলে গল্প করার সময় পা পিছলে পানিতে ডুবে গিয়ে তাওসিফ রাহিম (১৫) নামের এক ছাত্রের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুর আড়াইটার দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের ২০ নম্বর সড়কের ২১ নম্বর বাসার পেছনের লেকে এ ঘটনা ঘটে।

পানিতে ডুবে নিহত তাওসিফ রাহিমের এবার উত্তরা হাই-স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষার্থীয় অংশগ্রহণ করার কথা ছিল। সে নোয়াখালী সদরের মোশারফ হোসেন বুলুর ছেলে। উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১০ নম্বর সড়কের ২১ নম্বর বাসায় থাকত সে। 

প্রত্যক্ষদর্শীরা আজকের পত্রিকাকে জানান, লেকপাড়ে বসে তাওসিফ রাহিমরা তিন বন্ধু মিলে গল্পগুজব করছিল। হঠাৎ পা পিছলে লেকের পানিতে পড়ে যায় তাওসিফ। পরে বাকি দুই বন্ধুর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে খোঁজাখুঁজি শুরু করেন। এরপর প্রায় এক ঘণ্টা পর তাওসিফকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে উত্তরার একটি স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তারা আরও বলেন, এদিকে ওই ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে তার দুই বন্ধুকে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ। 

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ডিউটি অফিসার এসআই অমিত হাসান আজকের পত্রিকাকে বলেন, পানিতে ডুবে এক ছাত্রের মৃত্যুর ঘটনায় তাঁর সঙ্গে থাকা দুই ছাত্রকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এইআই আরও বলেন, ওই ছাত্রের মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হবে। 

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি, গ্রহণযোগ্যতার শুনানি পিছিয়ে ১৫ জানুয়ারি

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান