হোম > সারা দেশ > ঢাকা

উপদেষ্টাদের সম্পদের হিসাব চাইতে দুদকে হানিফ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হানিফ বাংলাদেশি। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদের হিসাব জনসম্মুখে প্রকাশ করতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দিয়েছেন ‘হানিফ বাংলাদেশি’ নামে খ্যাত মোহাম্মদ হানিফ।

আজ রোববার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তিনি এই স্মারকলিপি দেন। এর আগে গত ৫ মে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে একই দাবি জানিয়ে স্মারকলিপি দেন তিনি।

স্মারকলিপিতে হানিফ বলেন, অন্তর্বর্তী সরকার শপথ নিয়েছে গত বছরের ৮ আগস্ট। এরপর ২০ সেপ্টেম্বর তারা একটা প্রজ্ঞাপন জারি করে, যেখানে ১৫ দিনের মধ্যে উপদেষ্টাদের তাঁদের সম্পদের হিসাব প্রকাশ করতে বলা হয়। কিন্তু ১০ মাসেও তাঁরা তাঁদের সম্পদের হিসাব দেননি।

উপদেষ্টাদের সম্পদের হিসাব জাতির সামনে তুলে ধরতে গত ৫ মে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিলেও এখন পর্যন্ত তার কোনো উত্তর আসেনি বলে স্মারকলিপিতে উল্লেখ করেন হানিফ।

হানিফ মনে করেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা যদি জাতির সামনে তাঁদের সম্পদের হিসাব তুলে ধরেন, তাহলে জনগণের কাছে তাঁদের গ্রহণযোগ্যতা, বিশ্বাস ও আস্থা বাড়বে।

দুদক চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দেওয়ার বিষয়ে হানিফ আজকের পত্রিকাকে বলেন, দুর্নীতিমুক্ত সমাজ নির্মাণে উপদেষ্টাদের সবার আগে এগিয়ে আসতে হবে। তাঁরা যদি নিজেদের সম্পদের হিসাব দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেন, তাহলেই একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব হবে।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট