হোম > সারা দেশ > ঢাকা

উপদেষ্টাদের সম্পদের হিসাব চাইতে দুদকে হানিফ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হানিফ বাংলাদেশি। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদের হিসাব জনসম্মুখে প্রকাশ করতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দিয়েছেন ‘হানিফ বাংলাদেশি’ নামে খ্যাত মোহাম্মদ হানিফ।

আজ রোববার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তিনি এই স্মারকলিপি দেন। এর আগে গত ৫ মে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে একই দাবি জানিয়ে স্মারকলিপি দেন তিনি।

স্মারকলিপিতে হানিফ বলেন, অন্তর্বর্তী সরকার শপথ নিয়েছে গত বছরের ৮ আগস্ট। এরপর ২০ সেপ্টেম্বর তারা একটা প্রজ্ঞাপন জারি করে, যেখানে ১৫ দিনের মধ্যে উপদেষ্টাদের তাঁদের সম্পদের হিসাব প্রকাশ করতে বলা হয়। কিন্তু ১০ মাসেও তাঁরা তাঁদের সম্পদের হিসাব দেননি।

উপদেষ্টাদের সম্পদের হিসাব জাতির সামনে তুলে ধরতে গত ৫ মে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিলেও এখন পর্যন্ত তার কোনো উত্তর আসেনি বলে স্মারকলিপিতে উল্লেখ করেন হানিফ।

হানিফ মনে করেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা যদি জাতির সামনে তাঁদের সম্পদের হিসাব তুলে ধরেন, তাহলে জনগণের কাছে তাঁদের গ্রহণযোগ্যতা, বিশ্বাস ও আস্থা বাড়বে।

দুদক চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দেওয়ার বিষয়ে হানিফ আজকের পত্রিকাকে বলেন, দুর্নীতিমুক্ত সমাজ নির্মাণে উপদেষ্টাদের সবার আগে এগিয়ে আসতে হবে। তাঁরা যদি নিজেদের সম্পদের হিসাব দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেন, তাহলেই একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব হবে।

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল