হোম > সারা দেশ > ঢাকা

দোহারে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১ 

দোহার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার দোহারে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নাহিদ (১৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলের পেছনে থাকা সাকিব (১৯) নামের আরেক যুবক গুরুতর আহত হন। 

আজ বুধবার দুপুরে উপজেলার মুকসেদপুর ইউনিয়নের ডাকবাংলো এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নাহিদ উপজেলার নারিশা ইউনিয়নের নারিশা বটতলা এলাকার নূর হোসেনের ছেলে। আহত সাকিব একই গ্রামের সিরাজ মিয়ার ছেলে। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার দুপুরে নাহিদ ও সাকিব মোটরসাইকেলযোগে মুকসুদপুর যাওয়ার পথে ডাকবাংলো এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা মাটি বোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী নাহিদ ও সাকিব দুজনেই মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তার পাশে পড়ে গুরুতর আহত হন। পরে তাঁদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসেন। তাঁদেরকে উদ্ধার করে ফুলতলা আব্দুর রাজ্জাক হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক। পরে ঢাকায় নেওয়ার পথে নাহিদের মৃত্যু হয়। 

এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, ‘ঘটনার পরপরই পুলিশ সেখানে গিয়ে মাটির ট্রাকটিকে জব্দ করেছে। এ ঘটনায় নিহতের পরিবার অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ