হোম > সারা দেশ > ঢাকা

দোহারে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১ 

দোহার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার দোহারে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নাহিদ (১৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলের পেছনে থাকা সাকিব (১৯) নামের আরেক যুবক গুরুতর আহত হন। 

আজ বুধবার দুপুরে উপজেলার মুকসেদপুর ইউনিয়নের ডাকবাংলো এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নাহিদ উপজেলার নারিশা ইউনিয়নের নারিশা বটতলা এলাকার নূর হোসেনের ছেলে। আহত সাকিব একই গ্রামের সিরাজ মিয়ার ছেলে। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার দুপুরে নাহিদ ও সাকিব মোটরসাইকেলযোগে মুকসুদপুর যাওয়ার পথে ডাকবাংলো এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা মাটি বোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী নাহিদ ও সাকিব দুজনেই মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তার পাশে পড়ে গুরুতর আহত হন। পরে তাঁদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসেন। তাঁদেরকে উদ্ধার করে ফুলতলা আব্দুর রাজ্জাক হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক। পরে ঢাকায় নেওয়ার পথে নাহিদের মৃত্যু হয়। 

এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, ‘ঘটনার পরপরই পুলিশ সেখানে গিয়ে মাটির ট্রাকটিকে জব্দ করেছে। এ ঘটনায় নিহতের পরিবার অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

ঢাকা মেডিকেলে রোগীর মৃত্যুতে চিকিৎসককে মারধর, ২ ঘণ্টা সেবা বন্ধ

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ