হোম > সারা দেশ > ঢাকা

ছাত্রলীগ সম্পাদক ইনানের পেছনে দাঁড়ানো নিয়ে মারামারি, ঢাবির ৪ কর্মী বহিষ্কার

ঢাবি প্রতিনিধি

কেন্দ্রীয় ছাত্রলীগ সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের পেছনে দাঁড়ানোকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই হলের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হন। পরে এ ঘটনায় চারজনকে সাময়িক বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। 

আজ মঙ্গলবার বিকেলে ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। দুপুরের দিকে ঢাবির মধুর ক্যানটিনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

সাময়িক বহিষ্কার হয়েছেন মাশফিউর রহমান, ফিরোজ আলম অপি, আব্দুল্লাহ আল মারুফ ও নিঝুম ইফতার। তাঁরা সবাই ঢাবির বিজয় একাত্তর হল শাখা ছাত্রলীগের কর্মী। 

ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শী জানান, মধুর ক্যানটিনে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানকে প্রটোকল ও সালাম দিয়ে পেছনে দাঁড়ানোকে কেন্দ্র করে মারামারিতে জড়ায় ছাত্রলীগের নেতা-কর্মীরা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল শাখার কর্মীরা সূর্যসেন হল শাখা কর্মীদের মারধর করেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হন। 
 
তাঁরা জানান, প্রথমে মধুর ক্যানটিনে ইনানের পাশে দাঁড়ানোকে কেন্দ্র করে সূর্যসেন হল ও বিজয় একাত্তর হলের কর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা ঘটনার মীমাংসা করে দিলে পরে হল থেকে আবার দেশীয় অস্ত্র এনে সূর্যসেন হলের নেতা-কর্মীদের মারধর করেন বিজয় একাত্তর হলের কর্মীরা। মারধরের এ ঘটনায় সূর্যসেন হলের উপদপ্তর সম্পাদক কামরুল হাসান ও কর্মী সাইদুর রহমান শান্তসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নেন। 

বিজয় একাত্তর হলের ইনানের গ্রুপের নেতৃত্বদানকারী ও আসন্ন হল কমিটির শীর্ষ পদপ্রত্যাশী সাদিক মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘ইনান ভাইকে সালাম দিতে গেলে সূর্যসেন হলের কর্মীদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। তাঁরা (সূর্যসেন) আমাদের (বিজয় একাত্তর) মাশফিউরকে আহত করেন। তবুও আমরা নিজেদের নেতা-কর্মীদের নিয়ন্ত্রণে রাখি। কিন্তু সূর্যসেন হলের নেতা-কর্মীরা আমাদের নিয়ে স্লেজিং (বিদ্রূপাত্মক উসকানি) করলেও আমরা কোনো কিছু করিনি। হলে এসে দেশীয় অস্ত্র নিয়ে পাল্টা মারধরের বিষয়টি সত্য নয়।’ 

সূর্যসেন হল ছাত্রলীগের উপ তথ্য ও প্রযুক্তি সম্পাদক সিফাত আল শাফি আজকের পত্রিকাকে বলেন, ‘কেন্দ্রীয় নেতাদের উপস্থিততে সূর্যসেন হলের কর্মীদেরকে মারধর করেন বিজয় একাত্তর হলের নেতা-কর্মীরা। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হন। এ ঘটনার সুষ্ঠু বিচার হওয়া উচিত।’ 

সার্বিক বিষয়ে শেখ ওয়ালী আসিফ ইনান আজকের পত্রিকাকে বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। প্রাথমিকভাবে সাময়িক বহিষ্কার করা হয়েছে, বিষয়টির তদন্তও চলছে।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট