হোম > সারা দেশ > ঢাকা

শ্রীপুর পৌর বিএনপির সভাপতির মৃত্যু, বিএনপির শোক 

রাতুল মণ্ডল, শ্রীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট কাজী খান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। গতকাল মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছেন শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আক্তারুল আলম। 

অ্যাডভোকেট কাজী খান শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা গ্রামের মৃত ইমামউদ্দিন বেপারীর ছেলে। তিনি শ্রীপুর পৌর বিএনপির সভাপতি দায়িত্বে ছিলেন। উপজেলা বিএনপির সভাপতি মো. আক্তারুল আলম বলেন, মরহুমের জানাজা আজ বুধবার বাদ আছর বেড়াইদেরচালা নিজ বাড়িতে ও বাদ যোহর শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। 

অ্যাডভোকেট কাজী খানের মৃত্যুতে এক শোক বার্তায় শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া গাজীপুর জেলা উপজেলা ও পৌর বিএনপি পৃথক শোক বার্তায় শোক জানিয়েছে। 

গত ১৪ মার্চ শ্রীপুরে পৌর বিএনপির সভাপতি নির্বাচিত হন অ্যাডভোকেট কাজী খান। সাধারণ সম্পাদক নির্বাচিত হন মো. বিল্লাল হোসেন বেপারী। 

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন