হোম > সারা দেশ > ঢাকা

শ্রীপুর পৌর বিএনপির সভাপতির মৃত্যু, বিএনপির শোক 

রাতুল মণ্ডল, শ্রীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট কাজী খান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। গতকাল মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছেন শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আক্তারুল আলম। 

অ্যাডভোকেট কাজী খান শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা গ্রামের মৃত ইমামউদ্দিন বেপারীর ছেলে। তিনি শ্রীপুর পৌর বিএনপির সভাপতি দায়িত্বে ছিলেন। উপজেলা বিএনপির সভাপতি মো. আক্তারুল আলম বলেন, মরহুমের জানাজা আজ বুধবার বাদ আছর বেড়াইদেরচালা নিজ বাড়িতে ও বাদ যোহর শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। 

অ্যাডভোকেট কাজী খানের মৃত্যুতে এক শোক বার্তায় শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া গাজীপুর জেলা উপজেলা ও পৌর বিএনপি পৃথক শোক বার্তায় শোক জানিয়েছে। 

গত ১৪ মার্চ শ্রীপুরে পৌর বিএনপির সভাপতি নির্বাচিত হন অ্যাডভোকেট কাজী খান। সাধারণ সম্পাদক নির্বাচিত হন মো. বিল্লাল হোসেন বেপারী। 

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু