হোম > সারা দেশ > নরসিংদী

গ্রেপ্তার হয়নি আসামি, পরিবারকে ‘হুমকি’

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় তরুণীকে ধর্ষণের ঘটনার ২০ দিন পেরিয়ে গেলেও আসামি ধরাছোঁয়ার বাইরে। এখন মামলা তুলে নিয়ে আপসের জন্য তরুণীর পরিবারকে ‘প্রস্তাব’ ও ‘হুমকি’ দেওয়ারও অভিযোগ উঠেছে। তবে মামলার পর থেকেই পলাতক রয়েছেন আসামি তৌহিদ (২০) ও তাঁর পরিবার। এদিকে পুলিশ বলছে, আসামি তৌহিদকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ কারণে তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না। 

গত ১৬ অক্টোবর দুপুরে গরুর জন্য ঘাস কাটতে বাড়ির পাশের জমিতে যাওয়ার সময় ওই তরুণীকে একটি নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যান তৌহিদ। পরে ওই তরুণী বাড়ি এসে পরিবার ও প্রতিবেশীদের সামনে কান্নাকাটি করে ঘটনার বর্ণনা দেন। তরুণীর পরিবারকে ভয়ভীতি দেখিয়ে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চাপ দেন তৌহিদ ও তাঁর পরিবার। তবে গত ২১ অক্টোবর সন্ধ্যায় তরুণীর পরিবারের পক্ষ থেকে রায়পুরা থানায় মামলা হয়। এরপর ওই তরুণীকে নরসিংদী সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়।

তরুণীর বাবা জানান, ‘মেয়ের বুদ্ধি কম। তৌহিদ প্রায়ই তাকে উত্ত্যক্ত করত। তবে এ ঘটনার পর পালিয়ে যায়। চেয়ারম্যান ও গ্রাম্য মাতুব্বরের সহায়তায় বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে আপস-মীমাংসারও চেষ্টা করে তারা। ন্যায়বিচারের আশায় মামলা করি, কিন্তু ২০ দিন পার হলেও আসামিরা ধরাছোঁয়ার বাইরে।’

রায়পুরা থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা রকিবুল ইসলাম বলেন, ‘আসামির সন্ধান পাচ্ছি না। ভুক্তভোগীদের স্বজনদের মাধ্যমে খোঁজ নিতে বলছি।’ 
থানার পরিদর্শক (তদন্ত) গোবিন্দ সরকার বলেন, ‘আসামিকে গ্রেপ্তারের জন্য আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। সেই সঙ্গে মামলার তদন্ত চলছে।’

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট