হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর মুগদার পৃথক স্থান থেকে স্কুলছাত্রীসহ দুজনের মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিনিধি

রাজধানীর মুগদায় পৃথক ঘটনায় স্কুলছাত্রীসহ দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলো—স্কুলছাত্রী মিম আক্তার (১৪) ও ফাহিম (২৫)। গতকাল শনিবার রাতে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়। 

বরগুনা সদর উপজেলার কালিরতর গ্রামের আব্দুল ওহাবের মেয়ে মিম। সে মুগদার মানিকনগর তসলিমের বাড়িতে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকত। মানিকনগর গ্রীন গার্ডেন স্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিল মিম। 

মুগদা থানার উপপরিদর্শক (এসআই) মোসা. ফেরদৌসী আক্তার বলেন, গতকাল শনিবার মিম তার বাবা-মায়ের কাছে একটি মোবাইল ফোন কিনে দেওয়ার জন্য দাবি করছিল। তার বাবা-মা কয়েক দিন পর কিনে দেবে বলে জানালে, রাগে অভিমানে গতকাল দুপুরে কীটনাশক পান করে সে। পরে স্বজনেরা তাকে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক বিকেল সাড়ে ৪টায় তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে মুগদা থানার উপপরিদর্শক (এসআই) আকরামুল ইসলাম ফাহিমের সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন, গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভাড়া বাসার সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করেন। এ বিষয়ে বিস্তারিত তদন্ত চলমান রয়েছে।

মৃত ফাহিম দক্ষিণ মুগদা ওয়াসা গলির একটি বাসায় থাকতেন। তাঁর বাবার নাম আজিজুল করিম। গ্রামের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জে। তিনি কমলাপুরে শ্রমিকের কাজ করতেন। দুই মাস বয়সী তাঁর একটি ছেলে সন্তান রয়েছে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন