হোম > সারা দেশ > ঢাকা

ইসি সংলাপ: রাজনৈতিক সমঝোতার দাবি শিক্ষাবিদ-বুদ্ধিজীবীদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে রাজনৈতিক সমঝোতার কোন বিকল্প নেই। দল-মত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে। তবেই একটি সুস্থ ও সুন্দর নির্বাচন সম্পন্ন করা সম্ভব। আর এই রাজনৈতিক সমঝোতার দাবি জানালেন জাতীয় নির্বাচন ভবন এর আমন্ত্রণে অংশ নেওয়া শিক্ষাবিদ-বুদ্ধিজীবীরা। অবশ্য আমন্ত্রিত অতিথিদের এমন দাবিতে একমত পোষণ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেছেন, ‘রাজনৈতিক দলগুলোর সমঝোতা না হলে ভালো নির্বাচন করা দুরূহ হয়ে পড়বে।’ 

দায়িত্ব নেওয়ার দুই সপ্তাহের মাথায় আগামী নির্বাচনের রোডম্যাপ তৈরি করতে বিভিন্ন শ্রেণির ব্যক্তিদের সঙ্গে সংলাপের আয়োজন করেন সিইসি। এর অংশ হিসেবে আজ রোববার জাতীয় নির্বাচন ভবনে সম্মেলন কক্ষে ১৩ শিক্ষাবিদ বুদ্ধিজীবীর সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়। 

এ সময় সিইসি বলেন, ‘আমরাও আপনাদের সঙ্গে পুরোপুরি একমত, সমঝোতা লাগবে।’ 

সংলাপে দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কমিশনের অবস্থান, আস্থা অর্জন, দক্ষতা অর্জন, ভোটারদের সচেতনতা, অংশগ্রহণমূলক নির্বাচনের বিষয়ে পরামর্শ দেন আলোচকেরা। 

এ প্রসঙ্গ টেনে সিইসি বলেন, ‘সমঝোতা লাগবে। প্রথম দিকে বলেছি, ভালো ইলেকশন করাটা পুরোপুরি নির্বাচন কমিশনের ওপর নির্ভর করে না। স্টেক হোল্ডার যারা আছেন তারাও যদি সমভাবে না আসে...পলিটিক্যাল ক্লাইমেট, নির্বাচনে রাজনৈতিক আবহ অনুকূল না হয়, দলগুলোর মধ্যে মোটামুটি সমঝোতা না থাকে; পক্ষগুলো বিবদমান হয়ে যায় তাহলে আমাদের পক্ষে ভালোভাবে নির্বাচন করাটা আমাদের ক্ষেত্রে দুরুহ।’ 

অংশীজনেরা ভালো দায়িত্বে আছেন উল্লেখ করে জনগণকে, সরকারকে, ভোটারকে, সকলকে সচেতন করা এবং সবাইকে স্ব স্ব অবস্থানে থেকে কাজ করতে হবে বলে জানান তিনি।

মেট্রোরেলের কার্ডের রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা