হোম > সারা দেশ > ঢাকা

ইসি সংলাপ: রাজনৈতিক সমঝোতার দাবি শিক্ষাবিদ-বুদ্ধিজীবীদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে রাজনৈতিক সমঝোতার কোন বিকল্প নেই। দল-মত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে। তবেই একটি সুস্থ ও সুন্দর নির্বাচন সম্পন্ন করা সম্ভব। আর এই রাজনৈতিক সমঝোতার দাবি জানালেন জাতীয় নির্বাচন ভবন এর আমন্ত্রণে অংশ নেওয়া শিক্ষাবিদ-বুদ্ধিজীবীরা। অবশ্য আমন্ত্রিত অতিথিদের এমন দাবিতে একমত পোষণ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেছেন, ‘রাজনৈতিক দলগুলোর সমঝোতা না হলে ভালো নির্বাচন করা দুরূহ হয়ে পড়বে।’ 

দায়িত্ব নেওয়ার দুই সপ্তাহের মাথায় আগামী নির্বাচনের রোডম্যাপ তৈরি করতে বিভিন্ন শ্রেণির ব্যক্তিদের সঙ্গে সংলাপের আয়োজন করেন সিইসি। এর অংশ হিসেবে আজ রোববার জাতীয় নির্বাচন ভবনে সম্মেলন কক্ষে ১৩ শিক্ষাবিদ বুদ্ধিজীবীর সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়। 

এ সময় সিইসি বলেন, ‘আমরাও আপনাদের সঙ্গে পুরোপুরি একমত, সমঝোতা লাগবে।’ 

সংলাপে দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কমিশনের অবস্থান, আস্থা অর্জন, দক্ষতা অর্জন, ভোটারদের সচেতনতা, অংশগ্রহণমূলক নির্বাচনের বিষয়ে পরামর্শ দেন আলোচকেরা। 

এ প্রসঙ্গ টেনে সিইসি বলেন, ‘সমঝোতা লাগবে। প্রথম দিকে বলেছি, ভালো ইলেকশন করাটা পুরোপুরি নির্বাচন কমিশনের ওপর নির্ভর করে না। স্টেক হোল্ডার যারা আছেন তারাও যদি সমভাবে না আসে...পলিটিক্যাল ক্লাইমেট, নির্বাচনে রাজনৈতিক আবহ অনুকূল না হয়, দলগুলোর মধ্যে মোটামুটি সমঝোতা না থাকে; পক্ষগুলো বিবদমান হয়ে যায় তাহলে আমাদের পক্ষে ভালোভাবে নির্বাচন করাটা আমাদের ক্ষেত্রে দুরুহ।’ 

অংশীজনেরা ভালো দায়িত্বে আছেন উল্লেখ করে জনগণকে, সরকারকে, ভোটারকে, সকলকে সচেতন করা এবং সবাইকে স্ব স্ব অবস্থানে থেকে কাজ করতে হবে বলে জানান তিনি।

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি