হোম > সারা দেশ > ঢাকা

কেরানীগঞ্জে অগ্নিকাণ্ড: মা-বাবা-বোনের পর চলে গেল ৫ বছরের রোজা

ঢামেক প্রতিবেদক

গত মঙ্গলবার ভোরে ঢাকার কেরানীগঞ্জের একটি কারখানার গুদামে অগ্নিকাণ্ডে দুই শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়। এ ঘটনায় আজ শুক্রবার সন্ধ্যায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন দগ্ধ তানহা ইসলাম রোজা (৫) মারা গেছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়াল। 

আজ শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে শিশু রোজার মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার এ অগ্নিকাণ্ডে প্রাণ হারান রোজার মা মিনা বেগম (২২), বাবা সোহাগ (২২), দেড় বছর বয়সী ছোট বোন তৈয়বা আক্তার, চাচি জেসমিন আক্তার (৩৫) ও অষ্টম শ্রেণি পড়ুয়া চাচাতো বোন তিশা আক্তার। 

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ইনডোর আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল রোজার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রোজার শরীরের ৩০ শতাংশ দগ্ধ হয়েছিল। 

এর আগে গত মঙ্গলবার ভোর ৪টার দিকে কেরানীগঞ্জ গদারবাগ কালোন্দি এলাকায় একটি কারখানার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ শুরু করে। ভোর সোয়া ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। গুদামের পাশের বসতঘরে ঘুমিয়ে থাকা রোজার মা, দেড় বছর বয়সী ছোট বোন ও অষ্টম শ্রেণি পড়ুয়া চাচাতো বোনের মরদেহ উদ্ধার করা হয়। ভোরে চারজনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে আনা হয়। সেখানে রোজার বাবা সোহাগ ও চাচি জেসমিন আক্তারের মৃত্যু হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে মোহাম্মদ সাইদ (২৫) নামের একজনকে ছেড়ে দেওয়া হয়।

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা