প্রায় ৮ ঘণ্টা চেষ্টার পর গাজীপুরের শ্রীপুরে ঢাকাগামী বলাকা নামের একটি যাত্রীবাহী ট্রেনের লাইনচ্যুত ইঞ্জিনকে উদ্ধার করা হয়েছে। ফলে স্বাভাবিক হয়েছে ঢাকা-ময়মনসিংহ রেলসড়কে সব ধরনের ট্রেন চলাচল।
এরআগে গতকাল বুধবার রাত আটটার দিকে শ্রীপুর রেলস্টেশনের দক্ষিণ দিকে বন বিভাগের কার্যালয়-সংলগ্ন স্থানে ইঞ্জিনটি লাইনচ্যুত হয়।
স্থানীয় বাসিন্দা আব্দুল লতিফ বলেন, ঢাকাগামী বলাকা ট্রেন শ্রীপুর স্টেশনে পৌঁছানোর পর ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে রেলওয়ের নিজস্ব টেকনিশিয়ানরা ইঞ্জিন সারিয়ে পরীক্ষার জন্য সামনে গেলে, স্টেশনের দক্ষিণ পাশে গিয়ে লাইনচ্যুত হয়।
শ্রীপুর রেলওয়ে সহকারী স্টেশনমাস্টার শামিমা জাহান আজকের পত্রিকাকে বলেন, রেলস্টেশনে প্রবেশের একটু দক্ষিণ পাশে ঢাকাগামী বলাকা ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে।