হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে চুরি হওয়া স্বর্ণ ও মোটরসাইকেলসহ তিনজনকে গ্রেপ্তার

আজকের পত্রিকা ডেস্ক­

প্রতীকী ছবি

রাজধানীর মতিঝিল থানা এলাকার একটি বাসা থেকে চুরি হওয়া ১২ দশমিক ১৩ ভরি স্বর্ণ ও একটি মোটরসাইকেলসহ চুরির ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) মুহাম্মদ তালেবুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তাওহীদ তালুকদার ওরফে মেহরাব (১৮), রাজীব হোসেন রানা (৪২) ও ইব্রাহীমকে (৩৫) শুক্রবার রাত তিনটার (বৃহস্পতিবার দিবাগত রাত) বায়তুল মোকাররম স্বর্ণ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

মতিঝিল থানা জানায়, মতিঝিল এজিবি কলোনির বাসিন্দা জনৈক আলামিন তালুকদার তার বাসায় বসবাসরত ভাগনে তাওহীদ তালুকদার ওরফে মেহরাবকে কোথাও খুঁজে না পেয়ে ১৮ ফেব্রুয়ারি ওই থানায় একটি নিখোঁজের সাধারণ ডায়েরি দায়ের করেন। এর প্রেক্ষিতে মতিঝিল থানা-পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় ১৯ ফেব্রুয়ারি কক্সবাজার থেকে একটি ১৫০ সিসির নতুন সুজুকি জিক্সার মোটরসাইকেলসহ তাওহীদ তালুকদারকে উদ্ধার করে। তওহিদের নিকট নতুন মোটরসাইকেল দেখে টাকার উৎসের বিষয়ে সন্দেহ হলে আলামিন তালুকদার তার ঘরের আলমারি তল্লাশি করে দেখেন আলমারিতে রক্ষিত মোট ৩২ ভরি বিভিন্ন ধরনের স্বর্ণালংকার এবং নগদ এক লাখ ষাট হাজার টাকা পাওয়া যাচ্ছে না। তিনি চুরির বিষয়টি বুঝতে পেরে ভাগনে তাওহীদসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে শুক্রবার মতিঝিল থানায় একটি চুরির মামলা দায়ের করেন।

থানা-পুলিশ বলছে, মামলা দায়েরের পর এজিবি কলোনির বাসা থেকে তাওহীদকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। তাওহীদকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শুক্রবার বায়তুল মোকাররম স্বর্ণ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে রাজীব হোসেন রানা ও ইব্রাহীমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১২ দশমিক ১৩ ভরি গলা (গলিত) পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাওহীদ স্বর্ণালংকার চুরি করে তা বিক্রয় করে মোটরসাইকেল ক্রয়ের কথা স্বীকার করেছেন। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন