হোম > সারা দেশ > ঢাকা

তালাবদ্ধ হাসপাতালের ভেতরে রোগী, নেই ডাক্তার, বাইরে লেখা শিগগির উদ্বোধন 

সাভার (ঢাকা) প্রতিনিধি

তালাবদ্ধ হাসপাতালের বাইরে সাইনবোর্ডে লেখা শিগগিরই শুভ উদ্বোধন। তালা ভেঙে ভেতরে ঢুকে পাওয়া গেল ভর্তি ৩ রোগী ও রোগীর পরিবার। তবে পুরো হাসপাতাল জুড়ে খোঁজ মেলেনি কোনো নার্স ও ডাক্তারের। মূলত অবৈধ হাসপাতালে অভিযানের কথা শুনেই পালিয়েছিল সবাই। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে উপস্থিত হয় হাসপাতালের মালিকের স্ত্রী। তাঁর সামনেই সিলগালা করা হয় হাসপাতালটি। 

আজ রোববার (১০ মার্চ) দুপুরে ঢাকার আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় অবস্থিত সোহেল স্কয়ার হাসপাতালে এ চিত্র দেখতে পান সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা। পরে রোগীদের পাশের অন্য হাসপাতালে পাঠিয়ে হাসপাতালটি সিলগালা করেন তাঁরা। এর পাশাপাশি একই এলাকায় অবস্থিত তালিব জেনারেল মেডিকেল হসপিটাল নামে আরেকটি হাসপাতালকেও সিলগালা করে দেওয়া হয়। 

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক অবৈধ হাসপাতালের বিরুদ্ধে চলমান অভিযানে সোহেল স্কয়ার হাসপাতালে গিয়ে দেখা যায়, বাইরে তালা দিয়ে সাইনবোর্ডে লেখা, শিগগিরই শুভ উদ্বোধন। তালা ভেঙে ভেতরে ঢুকে সিজারের ৩ জন ভর্তি রোগী পাওয়া যায়। নেই কোনো ডাক্তার ও নার্স। হাসপাতালের মালিকের স্ত্রী আসলেও দেখাতে পারেননি কোনো বৈধ কাগজপত্র। পরে হাসপাতাল সিলগালা করে দেওয়া হয় বলে জানিয়েছেন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাইদুল ইসলাম।

তিনি আরও বলেন, সোহেল স্কয়ার হাসপাতাল ও তালিব মেডিকেল হসপিটাল নামের দুইটি প্রতিষ্ঠান তাদের বৈধ কাগজ ও ডাক্তার, কর্মীদের সনদ দেখাতে ব্যর্থ হয়েছে। বিধায় তাদের সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। সাভারে কর্তব্যরত চিকিৎসকদের অবৈধ হাসপাতালে সেবা না দেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে বলেও জানান তিনি। অবৈধ হাসপাতাল বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির