হোম > সারা দেশ > ঢাকা

আশুলিয়ায় গ্যাস লিকেজ থেকে আগুনের ঘটনায় আরও একজনের মৃত্যু

ঢামেক প্রতিবেদক

ঢাকার আশুলিয়ায় গ্যাস লিকেজ থেকে আগুনে ছয়জন দগ্ধের ঘটনায় আরও একজন মারা গেছেন। তাঁর নাম নজরুল ইসলাম (৩৪)। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন। এ ঘটনায় এখন পর্যন্ত দুজন মারা গেছেন।

গতকাল বৃহস্পতিবার রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নজরুল মারা যান। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম। 

তরিকুল ইসলাম বলেন, নজরুলের শরীর ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল। আইসিইউতে তাঁর মৃত্যু হয়েছে। তরিকুল ইসলাম আরও বলেন, বর্তমানে সাদেকুল নামে এক রোগী ৫০ শতাংশ, হাশেম ৪৫ শতাংশ, কমলা বেগম ২০ শতাংশ ও মহসিন ১০ শতাংশ দগ্ধ নিয়ে ইনস্টিটিউটে ভর্তি আছেন। 

নিহত নজরুলের ছোট ভাই রফিকুল  ইসলাম জানান, তাঁদের বাড়ি নীলফামারীর ডিমলা উপজেলায়। বাবার নাম সায়নাল হক। দুই মেয়ের বাবা নজরুল ভ্যানচালক ছিলেন। 

এর আগে গত শনিবার রাত ৮টার দিকে আশুলিয়া ধানসোনা ইউনিয়নের নতুননগর এলাকার একটি টিনশেড বাসায় এ দুর্ঘটনা ঘটে। ওই রাতেই তাঁদের বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। ৫০ শতাংশ দগ্ধ নিয়ে গতকাল বৃহস্পতিবার ভোরে মারা যান গার্মেন্টসকর্মী সাবিনা বেগম (৪০)। 

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা সাবিনার স্বামী মোতালেব হোসেন জানান, তাঁরা ধানসোনা ইউনিয়নের নতুননগর এলাকার শফিকের সেমিপাকা টিনশেড বাড়িতে পাশাপাশি ঘরে ভাড়া থাকেন। গত শনিবার রাত ৮টার দিকে তিনি বাইরে থেকে বাসায় যাচ্ছিলেন। বাসার কাছাকাছি এলে বিকট শব্দ শুনতে পান। তখন দৌড়ে বাসায় গিয়ে দেখেন, তাঁদের ঘরসহ পাশের কয়েকটি ঘরে আগুন জ্বলছে এবং প্রচণ্ড ধোঁয়া বের হচ্ছে। পরে অন্য ভাড়াটিয়াদের সাহায্যে কয়েকটি ঘর থেকে ওই ছয় জনকে বের করে স্থানীয় হাসপাতাল নেওয়া হয়। সেখান থেকে তাঁদের রাতেই বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। 

মোতালেব আরও জানান, সেমিপাকা টিনশেড ঘরগুলোতে গ্যাস সিলিন্ডার দিয়ে রান্নার কাজ করেন সবাই। ধারণা করা হচ্ছে, রান্না করার সময় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে এই বিস্ফোরণ ঘটেছে।

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ