হোম > সারা দেশ > ঢাকা

৭ বছরের শিশু ধর্ষণের পর হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে সাত বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে রফিকুল ইসলাম (২৭) নামের এক যুবককে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩–এর বিচারক মোছাম্মৎ রোকশানা বেগম হ্যাপী এই মামলার রায় ঘোষণা করেন।

সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বিশেষ পিপি মো. সাজ্জাদ হোসেন সবুজ রায়ের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন।

ঘটনার আট বছর পর এই মামলার রায় দেওয়া হলো। রায় ঘোষণার আগে আসামি রফিকুলকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাঁকে কারাগারে ফেরত পাঠানো হয়।

আদালত রায়ে বলেন, অত্যন্ত নিষ্ঠুর ও নির্মমভাবে শিশুকে ধর্ষণ এবং ধর্ষণের পর হত্যার যে বর্ণনা মামলার সাক্ষ্য–প্রমাণে এসেছে সেই নির্মমতার শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড।

মামলা সূত্রে জানা যায়, মাতুয়াইলের ওই শিশু ২০১৭ সালের ১ অক্টোবর ভোরে বাথরুমে গিয়ে দীর্ঘ সময় পরও না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। বিকেলে শিশুটির বাবাকে অপরিচিত নম্বর থেকে ফোন করে শিশুর অবস্থান জানার কথা বলে কল কেটে দেয়। বিষয়টি থানায় জানানো হলে পুলিশ প্রযুক্তির সহায়তায় রফিকুলের কক্ষ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। পরদিন রফিকুলকে গ্রেপ্তার করা হয়। রফিকুল শিশুটিকে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করেন। শিশুটির বাবা পরদিন যাত্রাবাড়ী থানায় মামলা করেন।

২০১৯ সালের ১৫ মে আদালত এ মামলায় অভিযোগ গঠন করে। মামলার ১৬ সাক্ষীর মধ্যে ১২ জন আদালতে সাক্ষ্য দেন।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট