হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর খিলগাঁওয়ে শ্বশুরবাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিনিধি

রাজধানীর খিলগাঁও গোড়ান এলাকার একটি বাসা থেকে রোকসানা আক্তার কান্তা (৩০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে। 

আজ বুধবার বেলা ২টার দিকে খিলগাঁও গোড়ান ৮ নম্বর পানির পাম্পসংলগ্ন একটি বাসার সপ্তম তলা থেকে মরদেহটি উদ্ধার করে খিলগাঁও থানা-পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

এ বিষয়ে খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল হাসান বলেন, ‘দুপুরের দিকে সংবাদ পেয়ে গোড়ানের ওই বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় ওই গৃহবধূ বিছানায় শোয়ানো অবস্থায় ছিল। পরিবার থেকে জানা গেছে, মঙ্গলবার রাত ২টার দিকে স্বামী রাশেদুল ইসলামের সঙ্গে ঝগড়া করে তিনি দরজা বন্ধ করে দেন। তখন স্বামী দুই সন্তান নিয়ে অন্য কক্ষে থাকেন। ওই গৃহবধূর মা রুবি বেগমও তখন মেয়ের বাড়িতেই ছিলেন।’ 

আব্দুল্লাহ আরও বলেন, ‘সকালে ওই গৃহবধূর কক্ষে ধাক্কানোসহ ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ পায়নি পরিবার। তখন নিজেরাই দরজা ভেঙে দেখে কান্তা ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। তারা দ্রুত ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে ফেলে। খবর পেয়ে দুপুরে ওই বাসা থেকে মরদেহ উদ্ধার করি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।’ 

রোকসানা আক্তার কান্তার বড় ভাই সাইফুল ইসলাম তপন জানান, তাঁদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার ফায়দাবাদ গ্রামে। বাবার নাম বাকারিয়া ইসলাম। বর্তমানে তাঁরা মতিঝিল এজিবি কলোনিতে থাকেন। তবে কান্তা স্বামী রাশেদুল ইসলাম রাশেদ ও এক ছেলে এক মেয়েকে নিয়ে খিলগাঁও গোড়ানে থাকতেন। কান্তার স্বামী রাশেদ নবাবপুরে ব্র্যাকে চাকরি করেন।

সাইফুল আরও জানান, কান্তার স্বামী রাশেদ তাঁর এক কলিগকে বিয়ে করেছেন, এমন সংবাদ পান কান্তা। এ বিষয় নিয়ে বেশ কয়েক দিন তাঁদের মধ্যে ঝগড়া চলছিল। গতকাল রাতেও এসব বিষয় নিয়ে ঝগড়া হয় তাঁদের।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির