হোম > সারা দেশ > ঢাকা

বাড্ডা থেকে গুলশান নেওয়ার পথে ২০৪ বোতল বিদেশি মদসহ কারবারি গ্রেপ্তার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর বাড্ডা থেকে গুলশানের দিকে যাওয়ার পথে ২০৪ বোতল বিদেশি মদসহ এক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ মঙ্গলবার ভোরে তাঁকে উত্তর বাড্ডার ময়নারবাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (গণমাধ্যম) মো. পারভেজ রানা।

গ্রেপ্তার মাদক কারবারি হলেন আলমগীর গাইন (৫৫)। তিনি ভোলা জেলার বাসিন্দা।

এ বিষয়ে র‍্যাব কর্মকর্তা মো. পারভেজ রানা বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে উত্তর বাড্ডায় অভিযান চালিয়ে ২০৪ বোতল বিদেশি মদসহ আলমগীর গাইন নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি এসব মদ নিয়ে বাড্ডা থেকে গুলশানের দিকে যাচ্ছিলেন।’

গ্রেপ্তার হওয়া ওই মাদক কারবারিকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পারভেজ রানা বলেন, ‘দীর্ঘদিন যাবৎ বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য ও বিদেশি মদ সংগ্রহ করে ঢাকার আশপাশের এলাকায় পাইকারি ও খুচরা মূল্যে ক্রয়-বিক্রয় করে আসছিলেন আলমগীর।’ তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছেন র‍্যাবের এ কর্মকর্তা।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন