হোম > সারা দেশ > মানিকগঞ্জ

অনুমতি ছাড়াই ছবি ছাপিয়ে প্রচারণা, মনোনয়নপ্রত্যাশীর ওপর খেপলেন চেয়ারম্যানরা

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিভিন্ন দলের নেতারা দলীয় মনোনয়ন পেতে পোস্টার, ফেস্টুন ও ব্যানারের মাধ্যমে প্রচারণা চালাচ্ছেন। এমনই মানিকগঞ্জ-২ আসনের নৌকার মনোনয়নপ্রত্যাশী ও জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ দেওয়ান জাহিদ আহমেদ টুলু বিভিন্ন নেতা-কর্মী ও ইউপি চেয়ারম্যানের ছবি ব্যবহার করে বিভিন্ন খানে পোস্টার লাগিয়েছেন। 

এতেই বাধে বিপত্তি! অনুমতি ছাড়া প্রচারণা পোস্টারে ছবি ব্যবহারের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ইউপি চেয়ারম্যানরা। 

তাঁরা বলছেন, অনুমতি ছাড়া পোস্টারে ছবি ব্যবহার করা নিন্দনীয় কাজ। এটি রাজনৈতিক চক্রান্ত। 

সরেজমিন দেখা গেছে, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন পেতে মানিকগঞ্জ-২ আসনে ব্যানার, পোস্টার ও ফেস্টুন লাগিয়েছেন দেওয়ান জাহিদ আহমেদ টুলু। এতে সিঙ্গাইর উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যানের ছবি ব্যবহার করা হয়েছে। সেখানে লেখা রয়েছে, ‘আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেওয়ান জাহিদ আহমেদ টুলুকে এমপি হিসেবে দেখতে চাই।’ নিচে ছবি দেওয়া হয়েছে ইউপি চেয়ারম্যানদের। 

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে চারিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান মো. রিপন আজকের পত্রিকাকে বলেন, ‘নৌকার মনোনয়নপ্রত্যাশী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর সঙ্গে আমার যে ফেস্টুন, সেটির বিষয়ে আমি কিছুই জানি না। আমার ছবি ব্যবহার করার ক্ষেত্রে আমার কোনো অনুমতি নেওয়া হয়নি। এটা একটি রাজনৈতিক চক্রান্ত এবং খুবই নিন্দনীয় কাজ।’ 

তালেবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমজান আলী বলেন, ‘আমার ছবি ব্যবহার করে পোস্টার লাগানোর বিষয়ে আমি কিছুই জানি না। আমার ছবি ব্যবহার করার ক্ষেত্রে আমার কোনো অনুমতি নেওয়া হয়নি।’ 

চান্দহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হোসেন বাদল আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। তবে আমরা নৌকার লোক, জাতীয় নির্বাচনে নৌকা যে পাবে, তার হয়ে কাজ করব। নৌকার বাইরে যাওয়ার সুযোগ নেই।’ 

তবে মানিকগঞ্জ-২ আসনের নৌকার মনোনয়নপ্রত্যাশী দেওয়ান জাহিদ আহমেদ টুলু আজকের পত্রিকাকে বলেন, ‘বিভিন্ন মিটিংয়ে সিঙ্গাইরের সব চেয়ারম্যান একমত প্রকাশ করে যে আমার সঙ্গে আছে। তাই চেয়ারম্যানদের ছবি ব্যবহার করে পোস্টার দেওয়া হয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘তবে কোনো চেয়ারম্যান যদি মনে করেন তাদের ছবি ব্যবহার করা ঠিক হয়নি, সে পোস্টার নামিয়ে ফেলব। এটা ভুল-বোঝাবুঝি।’

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর