হোম > সারা দেশ > মানিকগঞ্জ

সেই রুবেল এখন ক্ষমতা দেখাচ্ছেন বিএনপি পরিচয়ে

মানিকগঞ্জ প্রতিনিধি

রুবেল মিয়া (গোল চিহ্নিত)। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা পরিচয়ে অপকর্ম করে বেড়ানো রুবেল মিয়ার শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ রোববার দুপুরে সদর উপজেলার দীঘি ইউনিয়নের চান্দরা ও হাতকড়া এলাকাবাসীর আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। এখন তিনি বিএনপি পরিচয়ে দাপট দেখাচ্ছেন বলেও অভিযোগ করা হয়।

মানববন্ধনে অংশ নিয়ে স্থানীয় বাসিন্দা আমজাদ হোসেন বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন রুবেল মিয়া ক্ষমতার জোর দেখিয়ে আমাদের ৫২ শতাংশ জমি দখল করে রাস্তা নির্মাণের জন্য মাটি ফেলে। তখন বাধা দিলে তারা আমাদের ওপর হামলা চালায়। আমরা এর প্রতিকার পাইনি। বাধ্য হয়ে থানায় অভিযোগ দিই। এখন বিএনপির কিছু নেতা-কর্মীকে নিয়ে রুবেল আবার জমি দখলের পাঁয়তারা করছে।’

শামসুর রহমান নামের আরেকজন বলেন, আওয়ামী লীগের শাসনামলে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসরাফিল হোসেনের জোরে ছাত্রলীগ নেতা রুবেল ক্ষমতার দাপটে নিরীহ মানুষের জমি দখল, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে। তা ছাড়া চাকরি দেওয়ার নামে লোকজনের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। রুবেল এখন বিএনপির লোকজনের সঙ্গে হাত মিলিয়ে নানা ধরনের অপকর্ম করছে। আমরা তার অপকর্ম থেকে বাঁচতে চাই।

রুবেল মিয়ার শাস্তির দাবিতে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

এ বিষয়ে অভিযুক্ত রুবেল মিয়া বলেন, ‘আমার বিরুদ্ধে করা সব অভিযোগ মিথ্যা। আমার বিরুদ্ধে চক্রান্ত চলছে। আমার বাড়িতে যাতায়াতের জন্য খাস জমিতে রাস্তা নির্মাণের জন্য একটি ভেকু নামিয়েছিলাম। কিন্তু মানুষের চাপের মুখে ভেকু উঠিয়ে নিয়েছি।’ মানববন্ধনে আমজাদ হোসেন, শামসুর রহমান, হৃদয় মিয়া, আলী হোসেন, মলি বেগমসহ চান্দরা ও হাতকড়া এলাকার শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ আজকের পত্রিকাকে বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। দোষী প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা