হোম > সারা দেশ > নরসিংদী

টেঁটাযুদ্ধ নির্মূলের দাবিতে রায়পুরায় মানববন্ধন

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

টেঁটাযুদ্ধ নির্মূলের দাবিতে নরসিংদীর রায়পুরায় আজ শনিবার মানববন্ধন হয়েছে। ‘শান্তির আহ্বানে প্রতিজ্ঞাবদ্ধ, টেঁটা-বল্লম বন্ধ হোক, বিবেকবোধ জাগ্রত হোক’ স্লোগানে আজ বিকেলে উপজেলার চরাঞ্চলের মধ্যনগর এলাকায় কালিকাপুর-মধ্যনগর সড়কে এ মানববন্ধন হয়। ঐক্যবদ্ধ চরাঞ্চল ছাত্র ও যুবকল্যাণ সংঘ নামের সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে কর্মসূচিতে সংগঠনের সদস্যসহ স্থানীয় বাসিন্দারা অংশ নেন। 

মানববন্ধনের মাধ্যমে সংগঠনটির কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দারা টেঁটাযুদ্ধ নির্মূলের জন্য জনপ্রতিনিধি ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধনে বক্তব্য দেন মোশাররফ হোসাইন, আল আমিন, জাকির হোসাইন, বাবুল শরিফ, শহিদুল্লাহ, মাসুম নাজমুল শিকদার, আলমগীর হোসেন, আল আমিন চৌধুরী, উমর ফারুক, নূর আলম শরিফুল শামীমসহ সংগঠনের সদস্যরা।

মানববন্ধনে বক্তারা বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার চরাঞ্চলে দীর্ঘদিন ধরে চলা টেঁটাযুদ্ধের কারণে অসংখ্য মানুষের প্রাণহানি হয়। এতে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো ঘটনাও ঘটেছে। এসব ন্যক্কারজনক ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় সে জন্য শান্তিপূর্ণ চরাঞ্চল গড়ার লক্ষ্যে সবাইকে এগিয়ে আসতে হবে।

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান