হোম > সারা দেশ > ঢাকা

সাভারে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ানোর দাবি

সাভার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার সাভারে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ২২ হাজার টাকা এবং এর ৭০ ভাগ মূল মজুরি হিসেবে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন বিজিএসএফ। একই সঙ্গে পোশাক খাতের জন্য মজুরি বোর্ড পুনর্গঠনসহ ১০ দফা দাবি জানানো হয়েছে।

আজ রোববার দুপুরে সাভারের আশুলিয়ার শ্রীপুর এলাকায় সংগঠনটির কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনে এ দাবি প্রকাশ করা হয়।

বিজিএসএফের কেন্দ্রীয় সভাপতি অরবিন্দু ব্যাপারী বিন্দু বলেন, আজ দুপুরে সাভারের আশুলিয়ার শ্রীপুর এলাকায় সংগঠনটির কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনে পোশাকশ্রমিকদের সর্বমোট মজুরি ২২ হাজার টাকা, শ্রম আইন সংশোধন, মাতৃত্বকালীন ছুটি ছয় মাস, প্রতি কারখানায় শ্রমিক কলোনি নির্মাণ, প্রতি শিল্প এলাকায় ১০০ শয্যার হাসপাতাল প্রতিষ্ঠাসহ ১০ দফা দাবির ঘোষণা করা হয়েছে। চলতি বছরের মধ্যে মজুরি বোর্ড গঠন করে আগামী ২০২৪ সালের জানুয়ারিতে নতুন কাঠামোতে বেতন দিতে হবে। তা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, এশিয়ার মধ্যে বাংলাদেশের শ্রমিকেরা সবচেয়ে কম বেতনে কাজ করেন। এটি আসলেই লজ্জাজনক। শ্রমিকদের বেতন না দিয়ে মালিকপক্ষ অতিরিক্ত লাভ করে যাচ্ছে। একটা কারখানা থেকে লাভ করে একের পর এক প্রতিষ্ঠান বানাচ্ছে।

সাইফুল হক আরও বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে শ্রমিকদের প্রকৃত আয় অনেক কমে গেছে। আগে এই টাকা দিয়ে যেভাবে জীবন যাপন করা যেত, বর্তমানে ওই বেতন দিয়ে তা সম্ভব হচ্ছে না। শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়ভার, মুদ্রাস্ফীতি হিসাবে নিয়ে অতিদ্রুত শ্রমিকদের মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত নিতে হবে।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সদস্য আনসার আলী দুলাল, বিজিএসএফের সাংগঠনিক সম্পাদক আলাল মোল্লা আওয়াল, শ্রমিক নেতা আলমগীর হোসেন প্রমুখ।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট