হোম > সারা দেশ > ঢাকা

দুবাইয়ে যুবককে নির্যাতন, ঢাকায় বাবার মামলা

কানাডা পাঠানোর প্রলোভন দেখিয়ে মো. আল আমিন নামের বাংলাদেশি এক যুবককে দুবাইয়ে আটকে নির্যাতনের অভিযোগ উঠেছে মানব পাচারকারী এক চক্রের বিরুদ্ধে। এই অভিযোগে তাঁর বাবা গত মঙ্গলবার রাতে ঢাকার ডেমরা থানায় মামলা করেছেন। এতে ছয়জনকে আসামি করা হয়েছে। 

অভিযুক্ত ব্যক্তিরা হলেন ডেমরার পূর্ব বক্সনগর এলাকার মোস্তফা মিলন, ঢাকার কদমতলী থানার নতুন জুরাইন এলাকার মো. ফজলুল হক, মহাখালীর জাকী আহসান উল্লাহ, ডেমরার পূর্ব বক্সনগর এলাকার ফেরদৌসী আক্তার নাসরিন, মিরপুরের পল্লবীর মাসুদ রানা ও কুমিল্লার কোতোয়ালি থানার গর্জনখোলা গ্রামের শাহিন আক্তার। তাঁরা সবাই ঢাকার বনানী এলাকায় বসবাস করেন। এর আগেও তাঁরা বিদেশে লোক পাঠানোর নামে কয়েকবার প্রতারণা করেছেন বলে জানান ভুক্তভোগীর বাবা।

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম বলেন, আসামিরা পলাতক থাকলেও দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। 

বাদী মো. মোবারক আলী মামলায় অভিযোগ করেছেন, ছেলেকে কানাডায় ওয়ার্ক পারমিট ভিসা করে দেওয়ার কথা বলে আসামিরা তাঁর কাছ থেকে দুই দফায় ১৭ লাখ টাকা নেয় ডেমরার আল আমিন গ্রুপ। এরপর তাঁর ছেলেকে জাল ভিসা দিয়ে দুবাই পাঠানো হয়। সেখানে তাঁকে অন্য কাজের জন্য বিক্রি করে দেওয়া হয়। এরপর সেখানে নির্যাতন করে মুক্তিপণ হিসেবে নেয় আরও ৩ লাখ টাকা।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট