হোম > সারা দেশ > ঢাকা

দুবাইয়ে যুবককে নির্যাতন, ঢাকায় বাবার মামলা

কানাডা পাঠানোর প্রলোভন দেখিয়ে মো. আল আমিন নামের বাংলাদেশি এক যুবককে দুবাইয়ে আটকে নির্যাতনের অভিযোগ উঠেছে মানব পাচারকারী এক চক্রের বিরুদ্ধে। এই অভিযোগে তাঁর বাবা গত মঙ্গলবার রাতে ঢাকার ডেমরা থানায় মামলা করেছেন। এতে ছয়জনকে আসামি করা হয়েছে। 

অভিযুক্ত ব্যক্তিরা হলেন ডেমরার পূর্ব বক্সনগর এলাকার মোস্তফা মিলন, ঢাকার কদমতলী থানার নতুন জুরাইন এলাকার মো. ফজলুল হক, মহাখালীর জাকী আহসান উল্লাহ, ডেমরার পূর্ব বক্সনগর এলাকার ফেরদৌসী আক্তার নাসরিন, মিরপুরের পল্লবীর মাসুদ রানা ও কুমিল্লার কোতোয়ালি থানার গর্জনখোলা গ্রামের শাহিন আক্তার। তাঁরা সবাই ঢাকার বনানী এলাকায় বসবাস করেন। এর আগেও তাঁরা বিদেশে লোক পাঠানোর নামে কয়েকবার প্রতারণা করেছেন বলে জানান ভুক্তভোগীর বাবা।

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম বলেন, আসামিরা পলাতক থাকলেও দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। 

বাদী মো. মোবারক আলী মামলায় অভিযোগ করেছেন, ছেলেকে কানাডায় ওয়ার্ক পারমিট ভিসা করে দেওয়ার কথা বলে আসামিরা তাঁর কাছ থেকে দুই দফায় ১৭ লাখ টাকা নেয় ডেমরার আল আমিন গ্রুপ। এরপর তাঁর ছেলেকে জাল ভিসা দিয়ে দুবাই পাঠানো হয়। সেখানে তাঁকে অন্য কাজের জন্য বিক্রি করে দেওয়া হয়। এরপর সেখানে নির্যাতন করে মুক্তিপণ হিসেবে নেয় আরও ৩ লাখ টাকা।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির