হোম > সারা দেশ > ঢাকা

দুবাইয়ে যুবককে নির্যাতন, ঢাকায় বাবার মামলা

কানাডা পাঠানোর প্রলোভন দেখিয়ে মো. আল আমিন নামের বাংলাদেশি এক যুবককে দুবাইয়ে আটকে নির্যাতনের অভিযোগ উঠেছে মানব পাচারকারী এক চক্রের বিরুদ্ধে। এই অভিযোগে তাঁর বাবা গত মঙ্গলবার রাতে ঢাকার ডেমরা থানায় মামলা করেছেন। এতে ছয়জনকে আসামি করা হয়েছে। 

অভিযুক্ত ব্যক্তিরা হলেন ডেমরার পূর্ব বক্সনগর এলাকার মোস্তফা মিলন, ঢাকার কদমতলী থানার নতুন জুরাইন এলাকার মো. ফজলুল হক, মহাখালীর জাকী আহসান উল্লাহ, ডেমরার পূর্ব বক্সনগর এলাকার ফেরদৌসী আক্তার নাসরিন, মিরপুরের পল্লবীর মাসুদ রানা ও কুমিল্লার কোতোয়ালি থানার গর্জনখোলা গ্রামের শাহিন আক্তার। তাঁরা সবাই ঢাকার বনানী এলাকায় বসবাস করেন। এর আগেও তাঁরা বিদেশে লোক পাঠানোর নামে কয়েকবার প্রতারণা করেছেন বলে জানান ভুক্তভোগীর বাবা।

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম বলেন, আসামিরা পলাতক থাকলেও দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। 

বাদী মো. মোবারক আলী মামলায় অভিযোগ করেছেন, ছেলেকে কানাডায় ওয়ার্ক পারমিট ভিসা করে দেওয়ার কথা বলে আসামিরা তাঁর কাছ থেকে দুই দফায় ১৭ লাখ টাকা নেয় ডেমরার আল আমিন গ্রুপ। এরপর তাঁর ছেলেকে জাল ভিসা দিয়ে দুবাই পাঠানো হয়। সেখানে তাঁকে অন্য কাজের জন্য বিক্রি করে দেওয়া হয়। এরপর সেখানে নির্যাতন করে মুক্তিপণ হিসেবে নেয় আরও ৩ লাখ টাকা।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন