হোম > সারা দেশ > ঢাকা

দিয়াবাড়িতে ঘুরতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতের শিকার স্ত্রী নিহত

ঢামেক প্রতিবেদক

রাজধানীর দিয়াবাড়ি এলাকায় ঘুরতে বেরিয়ে স্বামীর ছুরিকাঘাতের শিকার আহত স্ত্রী লতিফা আক্তার (২৮) মারা গেছেন। ওই গৃহবধুকে পুলিশ সদস্যরা রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

মৃত্যুর আগে তিনি পুলিশকে বলেছেন, স্বামী রবিউল ইসলামের সঙ্গে ঘুরতে বেরোলে সেই স্বামীই তাঁকে ছুরিকাঘাত করেন। 

আজ মঙ্গলবার (৫ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে তুরাগ-দিয়াবাড়ি মেট্রোরেল স্টেশনের নিচ থেকে রক্তাক্ত অবস্থায় পুলিশ সদস্যরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান। 

তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তুরাগ দিয়াবাড়ি মেট্রোরেল স্টেশনের নিচে তিন নম্বর ব্রিজের পাশে এক নারী রক্তাক্ত অবস্থায় পড়ে আছে— এমন সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে আসলে তিনি মারা যান। 

এসআই আরও জানান, ওই নারীকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তিনি পুলিশকে জানিয়েছেন, তাঁর নাম লতিফা আক্তার (২৮), তাঁর স্বামীর নাম রবিউল ইসলাম। রবিউল বাসাবো রাজারবাগ সুজনের বাড়িতে ভাড়া থাকেন। স্বামী তাঁকে নিয়ে ঘুরতে বেরিয়ে এলোপাতারি কুপিয়ে রেখে পালিয়ে যায়। তাঁর গ্রামের বাড়ি কক্সবাজার সদর থানার তারাবুনিয়া এলাকায়। 

পুলিশ ঘটনাটি তদন্ত করছে বলে জানিয়েছেন তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম মোল্লা।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন