হোম > সারা দেশ > ঢাকা

দিয়াবাড়িতে ঘুরতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতের শিকার স্ত্রী নিহত

ঢামেক প্রতিবেদক

রাজধানীর দিয়াবাড়ি এলাকায় ঘুরতে বেরিয়ে স্বামীর ছুরিকাঘাতের শিকার আহত স্ত্রী লতিফা আক্তার (২৮) মারা গেছেন। ওই গৃহবধুকে পুলিশ সদস্যরা রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

মৃত্যুর আগে তিনি পুলিশকে বলেছেন, স্বামী রবিউল ইসলামের সঙ্গে ঘুরতে বেরোলে সেই স্বামীই তাঁকে ছুরিকাঘাত করেন। 

আজ মঙ্গলবার (৫ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে তুরাগ-দিয়াবাড়ি মেট্রোরেল স্টেশনের নিচ থেকে রক্তাক্ত অবস্থায় পুলিশ সদস্যরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান। 

তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তুরাগ দিয়াবাড়ি মেট্রোরেল স্টেশনের নিচে তিন নম্বর ব্রিজের পাশে এক নারী রক্তাক্ত অবস্থায় পড়ে আছে— এমন সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে আসলে তিনি মারা যান। 

এসআই আরও জানান, ওই নারীকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তিনি পুলিশকে জানিয়েছেন, তাঁর নাম লতিফা আক্তার (২৮), তাঁর স্বামীর নাম রবিউল ইসলাম। রবিউল বাসাবো রাজারবাগ সুজনের বাড়িতে ভাড়া থাকেন। স্বামী তাঁকে নিয়ে ঘুরতে বেরিয়ে এলোপাতারি কুপিয়ে রেখে পালিয়ে যায়। তাঁর গ্রামের বাড়ি কক্সবাজার সদর থানার তারাবুনিয়া এলাকায়। 

পুলিশ ঘটনাটি তদন্ত করছে বলে জানিয়েছেন তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম মোল্লা।

রাজধানীর দক্ষিণখানে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ট্রাফিক পুলিশকে ২০০ মিটার টেনে নিয়ে যাওয়া অটোরিকশাচালক গ্রেপ্তার

শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এতিম শিশুদের দোয়া

আনিস আলমগীরকে গ্রেপ্তার স্বৈরাচারী আমলে সাংবাদিক দমন-পীড়নের পুনরাবৃত্তি

কেরানীগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

ড. ইউনূস যদি চান, সারা বাংলাদেশকে কারাগার বানাতে পারেন—আদালতে আনিস আলমগীর

জবি ভিসির ভবন ঘেরাও করে রেখেছেন আস-সুন্নাহর মেধাবী প্রজেক্টের শিক্ষার্থীরা

আতিফ আসলামের কনসার্ট নিয়ে প্রতারণা: মেইন স্টেজের ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

আনিস আলমগীরকে ৫ দিনের রিমান্ডে পেল পুলিশ

সাংবাদিক আনিস আলমগীরকে ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ