হোম > সারা দেশ > ঢাকা

কেরানীগঞ্জে গণপিটুনিতে ‘ছিনতাইকারী’ নিহত

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ঢাকার কেরানীগঞ্জে চালককে মারধর করে অটোরিকশা ছিনিয়ে নেওয়ার সময় গণপিটুনিতে অজ্ঞাতপরিচয় (৪০) এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানার আব্দুল্লাহপুর মধ্যপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

জানা গেছে, গতকাল সোমবার সন্ধ্যায় আব্দুল্লাহপুর এলাকা থেকে কোনাখোলা যাওয়ার উদ্দেশ্যে অটোচালক সোহাগ মিয়ার গাড়ি ভাড়া করে চার যুবক। প্রায় ঘণ্টা তিনেক ধরে অটো নিয়ে ঘুরতে থাকেন তাঁরা। রাত ১০টার দিকে আব্দুল্লাহপুর-কোনাখোলা রোডের মধ্যবর্তী বোয়ালিয়া ব্রিজের কাছে চালক সোহাগকে মারধর করে অটোরিকশাটি ছিনিয়ে নেওয়া হয়।

এ সময় সোহাগ মিয়ার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ছিনতাইকারী চক্রের তিনজন অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। তবে তাড়া করে একজনকে ধরে জনতা গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই ওই যুবক মারা যায়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজামান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে। অটোরিকশাটি উদ্ধারসহ এটি ছিনতাইয়ে জড়িত বাকি তিনজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির