হোম > সারা দেশ > ঢাকা

কেরানীগঞ্জে গণপিটুনিতে ‘ছিনতাইকারী’ নিহত

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ঢাকার কেরানীগঞ্জে চালককে মারধর করে অটোরিকশা ছিনিয়ে নেওয়ার সময় গণপিটুনিতে অজ্ঞাতপরিচয় (৪০) এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানার আব্দুল্লাহপুর মধ্যপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

জানা গেছে, গতকাল সোমবার সন্ধ্যায় আব্দুল্লাহপুর এলাকা থেকে কোনাখোলা যাওয়ার উদ্দেশ্যে অটোচালক সোহাগ মিয়ার গাড়ি ভাড়া করে চার যুবক। প্রায় ঘণ্টা তিনেক ধরে অটো নিয়ে ঘুরতে থাকেন তাঁরা। রাত ১০টার দিকে আব্দুল্লাহপুর-কোনাখোলা রোডের মধ্যবর্তী বোয়ালিয়া ব্রিজের কাছে চালক সোহাগকে মারধর করে অটোরিকশাটি ছিনিয়ে নেওয়া হয়।

এ সময় সোহাগ মিয়ার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ছিনতাইকারী চক্রের তিনজন অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। তবে তাড়া করে একজনকে ধরে জনতা গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই ওই যুবক মারা যায়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজামান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে। অটোরিকশাটি উদ্ধারসহ এটি ছিনতাইয়ে জড়িত বাকি তিনজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

রাজধানীর ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু