হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে পৃথক স্থান থেকে ৩ জনের মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক

রাজধানীতে পৃথক ঘটনায় কদমতলী, কামরাঙ্গীরচর ও রামপুরা থেকে নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে মরদেহ তিনটির ময়নাতদন্ত করা হয়। এর পর স্বজনদের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হয়। 

মরদেহ তিনটিরই পরিচয় শনাক্ত হয়েছে। তাঁরা হলেন—কদমতলীর ট্রাক চালকের সহকারী মাসুদ (৪৫), কামরাঙ্গীরচরের গৃহবধূ ফাহিমা আক্তার বৃষ্টি (২২) ও রামপুরার দিনমজুর মোস্তাক আহমেদ (৩৮)। 

কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) মহসীন আলী সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন, সকাল ১০টার দিকে কদমতলী জিয়া সরণি খানকা রোড ইসমাইল মোল্লা বাড়ি থেকে মাসুদের মরদেহ উদ্ধার করা হয়। পারিবারিক কলহের কারণে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। 

এদিকে মাসুদের ভায়রা মো. সুমন জানান, মাসুদের বাড়ি বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলায়। বাবার নাম দেলোয়ার হোসেন। স্ত্রী নাসিমা আক্তার ও এক ছেলেকে নিয়ে কদমতলীর ওই বাড়িতে ভাড়া থাকতেন। মাসুদ মাদকাসক্ত ছিলেন। এই নিয়ে স্ত্রীর সঙ্গে প্রায়ই ঝগড়া হতো তাঁর। মঙ্গলবার সকাল ৯টার দিকে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে স্ত্রীকে মারধরও করেন তিনি। একপর্যায়ে নিজ বাসাতেই গলায় ফাঁস নেন তিনি। 

এদিকে কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক (এসআই) নুসরাত জাহান নুপুর সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন, মঙ্গলবার সকাল ৮টার দিকে কামরাঙ্গীরচর পশ্চিম মোমিনবাগ ৭ নম্বর গলির হাজী কামালের বাড়ি থেকে বৃষ্টির মরদেহ উদ্ধার করা হয়। 

বৃষ্টির ফুফাতো ভাই আব্দুস সালাম জানান, চার বছর আগে স্কুলশিক্ষক রাজু আহমেদের সঙ্গে বৃষ্টির থাকা প্রেমের সম্পর্ক বিয়ের পরিণতি পায়। থাকতেন কদমতলি এলাকায়। পাঁচ মাস বয়সী একটি মেয়ে আছে তাঁদের। পারিবারিক বিভিন্ন কারণে এক মাস আগে তিনি রাগ করে বাবার বাড়ি কামরাঙ্গীরচর চলে আসেন। এর পর তাঁর স্বামী আবার তাঁকে বুঝিয়ে বাসায় নিয়ে যান। গত সোমবার দিবাগত রাতে স্বামীর সঙ্গে পারিবারিক বিষয়টি নিয়ে আবার ঝগড়া হয় তাঁর। একপর্যায়ে স্বামী-সন্তান ঘুমিয়ে পড়লে রাত ২টা থেকে ৪টার মধ্যে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নেন তিনি। মধ্যরাতে স্বামীর ঘুম ভাঙলে তিনি বৃষ্টিকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখেন বলে তাঁদের কাছে দাবি করেছেন। পরে পুলিশে খবর দেওয়া হয়। 

এদিকে রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) কামরুল হক জিহান জানান, সকাল ১১টার দিকে রামপুরা তালতলা মেম্বারের গলির ২৮৮ /বি নম্বর টিনশেড বাসা থেকে মোস্তাক আহমেদের লাশ উদ্ধার করা হয়। দিনমজুরের কাজ করতেন মোস্তাক। তবে দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগছিলেন। পাশের বাড়িতেই তাঁর মা ও বোন থাকেন। তিন বছর আগে বিয়ে করলেও তাঁর অসুস্থতার কারণে বউ তাঁকে ছেড়ে চলে যায়। গতকাল সোমবার দিবাগত রাত ১টা থেকে ২টার মধ্যে নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। তাঁদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার হোমনা উপজেলায়। বাবার নাম সিদ্দিক মোল্লা। 

ঢাকা-৭ আসন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভোটার

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশে’র ঘোষণা ইনকিলাব মঞ্চের

উত্তরায় অগ্নিকাণ্ড: বাড়ির ছাদ ছিল তালাবদ্ধ, ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ যায় ৬ জনের

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

ঢাকা-৪ আসন: প্রার্থীদের প্রতিশ্রুতির জোয়ার

ঢাকার সাত কলেজ: দিনভর চরম দুর্ভোগ হাজারো মানুষের

কেরানীগঞ্জে শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার, আটক ৪

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার