হোম > সারা দেশ > ঢাকা

মাংস ব্যবসায়ী খলিলকে হত্যার হুমকি: রিমান্ড শেষে গ্রেপ্তার ২ জন কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মাংস ব্যবসায়ী খলিলুর রহমান খলিলকে হত্যার হুমকি ও চাঁদা দাবির ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দুজনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান দুই আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দুই আসামি হলেন মো. নুরুল হক ও মোহাম্মদ ইমন। নুরুল হক আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের চারিগ্রাম এলাকায় ডিশ ও ইন্টারনেটের ব্যবসা করেন। ইমন তাঁর সহযোগী হিসেবে কাজ করতেন।

আজ বিকেলে এই দুজনকে দুই দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে শাহজাহানপুর থানা-পুলিশ। তদন্ত কর্মকর্তা থানার এসআই ওমর ফারুক তাঁদের কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালতের শাহজাহানপুর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই আলমগীর দুজনকে রিমান্ডে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। ২৯ জানুয়ারি তাঁদের দুই দিনের রিমান্ডে নেওয়া হয়। এর আগে ২৭ জানুয়ারি রাতে দুজনকে আশুলিয়া থেকে গ্রেপ্তার করে র‌্যাব-৩ ও র‌্যাব-৪-এর একটি দল।

খলিলুর রহমান শাহজাহানপুর এলাকায় ‘খলিল গোশত বিতান’ নামে মাংসের দোকান দিয়ে ব্যবসা করেন। কম দামে মাংস বিক্রি করায় খলিলুর রহমান ও ন্যায্যমূল্যে মাংস বিক্রেতাদের বিভিন্নভাবে হুমকি দেন মুনাফালোভী অসাধু ব্যবসায়ীরা। ১৮ জানুয়ারি খলিলকে ফোন করে ২৫ লাখ টাকা চাঁদাও দাবি করা হয়। এ ছাড়া কম দামে মাংস বিক্রি করলে তাঁকে ও তাঁর ছেলেকে দুই দিনের মধ্যে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে ২০ জানুয়ারি খলিলুর রহমান শাহজাহানপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। 

মাংস ব্যবসায়ী খলিল তাঁর খলিল গোশত বিতানের মাধ্যমে গত বছর ১৯ নভেম্বর থেকে ৫৯৫ টাকায় প্রতি কেজি মাংস বিক্রি শুরু করেন। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে যা ব্যাপকভাবে সাড়া ফেলে। এরপর আরও কিছু ব্যবসায়ী প্রতি কেজি গরুর মাংস ৬০০ টাকায় বিক্রি শুরু করেন। ২২ ডিসেম্বর ভোক্তা-অধিদপ্তর মাংস ব্যবসায়ী সমিতি ও বাংলাদেশ ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশন বৈঠক করে ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রির সিদ্ধান্ত নেয়।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট