হোম > সারা দেশ > ঢাকা

প্রশাসন ক্যাডারের ইয়াং অফিসার্স ফোরামের সভাপতি শুভ, সম্পাদক জয়

আজকের পত্রিকা ডেস্ক­

সভাপতি মো. বদরুদ্দোজা শুভ ও সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম জয় (বাঁ থেকে)। ছবি : সংগৃহীত

বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের তরুণ কর্মকর্তাদের নিয়ে গঠিত ইয়াং অফিসার্স ফোরাম অব অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের উপকমিটি গঠন করা হয়েছে।

এতে সভাপতি করা হয়েছে ৩০তম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা এবং ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মো. বদরুদ্দোজা শুভ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ৩৪ বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম জয়।

গতকাল শনিবার (২১ ডিসেম্বর) বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ড. মো. আনোয়ার উল্ল্যাহ এফসিএমএ এ কমিটি অনুমোদন করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অ্যাসোসিয়েশনের তরুণ কর্মকর্তাদের সামগ্রিক কল্যাণ নিশ্চিতকল্পে আরও সক্রিয়, সোচ্চার এবং ঐক্যবদ্ধ ভূমিকা পালনের মাধ্যমে গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনের শাসন প্রতিষ্ঠা, জনকল্যাণমুখী ও গতিশীল প্রশাসন ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে ইয়াং অফিসার্স ফোরাম অব অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের এ উপকমিটি গঠন করা হয়।

এই কমিটির সদস্য হিসেবে রয়েছেন—জনপ্রশাসন মন্ত্রণালয়ের (এপিডি অনুবিভাগ) সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রিনাত ফৌজিয়া, সাভারের উপজেলা নির্বাহী অফিসার মো. আবুবকর সরকার, আড়াইহাজারের উপজেলা নির্বাহী অফিসার মো. সাজ্জাত হোসেন, কুমিল্লার চান্দিনা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. তাছবীর হোসেন, গুলশান রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. নিলয় রহমান, মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মাসুদ পারভেজ এবং বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মো. আদনান জুলফিকার।

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ