হোম > সারা দেশ > ঢাকা

নাশকতার মামলায় বিএনপির ১৩ নেতা-কর্মীর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নাশকতার দুই মামলায় বিএনপির ১৩ নেতা-কর্মীকে কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের দুই বিচারক এ রায় দেন। উভয় মামলার আসামিরা রায় ঘোষণার সময় আদালতে অনুপস্থিত ছিলেন। তাঁদের পলাতক ঘোষণা করে রায় দেন আদালত। 

এর মধ্যে সরকারি কাজে বাধার অভিযোগে রাজধানীর শ্যামপুর থানার মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ বিএনপির ১০ নেতা-কর্মীর দুই বছরের কারাদণ্ড দেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন জামাল হোসেন, সাইফুল ইসলাম, সালাহ উদ্দিন, সালাউদ্দিন, মোহাম্মদ আকাশ, সুজন, কামরুজ্জামান, কাজল, হাফিজ ও জাকির হোসেন। ২০১৩ সালের নভেম্বরে রাজধানীর শ্যামপুর থানা এলাকায় বিএনপি নেতা-কর্মীরা সরকারি কাজে বাধা দেয়।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শ্যামপুর থানায় মামলা করে। এদিকে, দ্রুত বিচার আইনে রাজধানীর ভাষানটেক থানার মামলায় বিএনপির তিন নেতা-কর্মীর দুই বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিব এ রায় দেন। কারাদণ্ডপ্রাপ্তরা হলেন নান্টু জামান, তানভীর ওরফে জাপান ও আব্দুর রাজ্জাক। 

২০১৩ সালের অক্টোবরে রাজধানীর ভাষানটেক থানা এলাকায় ভাঙচুর করে বিএনপির নেতা-কর্মীরা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে দ্রুত বিচার আইনে মামলা করে। 

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (পিপি) মনিরুজ্জামান মনির রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মেট্রোর দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন: নকশার ত্রুটি ও মানহীন বিয়ারিং প্যাডই কারণ

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: পলাতক পরিচালকের স্ত্রীসহ তিন নারী রিমান্ড শেষে কারাগারে

বাণিজ্য মেলায় থাকবে বিআরটিসির বাস সার্ভিস, উদ্বোধন দুই দিন পেছাল

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু