হোম > সারা দেশ > ঢাকা

নাশকতার মামলায় বিএনপির ১৩ নেতা-কর্মীর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নাশকতার দুই মামলায় বিএনপির ১৩ নেতা-কর্মীকে কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের দুই বিচারক এ রায় দেন। উভয় মামলার আসামিরা রায় ঘোষণার সময় আদালতে অনুপস্থিত ছিলেন। তাঁদের পলাতক ঘোষণা করে রায় দেন আদালত। 

এর মধ্যে সরকারি কাজে বাধার অভিযোগে রাজধানীর শ্যামপুর থানার মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ বিএনপির ১০ নেতা-কর্মীর দুই বছরের কারাদণ্ড দেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন জামাল হোসেন, সাইফুল ইসলাম, সালাহ উদ্দিন, সালাউদ্দিন, মোহাম্মদ আকাশ, সুজন, কামরুজ্জামান, কাজল, হাফিজ ও জাকির হোসেন। ২০১৩ সালের নভেম্বরে রাজধানীর শ্যামপুর থানা এলাকায় বিএনপি নেতা-কর্মীরা সরকারি কাজে বাধা দেয়।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শ্যামপুর থানায় মামলা করে। এদিকে, দ্রুত বিচার আইনে রাজধানীর ভাষানটেক থানার মামলায় বিএনপির তিন নেতা-কর্মীর দুই বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিব এ রায় দেন। কারাদণ্ডপ্রাপ্তরা হলেন নান্টু জামান, তানভীর ওরফে জাপান ও আব্দুর রাজ্জাক। 

২০১৩ সালের অক্টোবরে রাজধানীর ভাষানটেক থানা এলাকায় ভাঙচুর করে বিএনপির নেতা-কর্মীরা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে দ্রুত বিচার আইনে মামলা করে। 

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (পিপি) মনিরুজ্জামান মনির রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট