হোম > সারা দেশ > টাঙ্গাইল

স্ত্রীর মর্যাদা পেতে সখীপুরে বিষের বোতল হাতে এক নারীর অনশন  

প্রতিনিধি, সখীপুর (টাঙ্গাইল)

টাঙ্গাইলের সখীপুরে স্ত্রীর মর্যাদা পেতে বিষের বোতল হাতে নিয়ে অনশন করছেন সুলতানা খাতুন (২৪) নামের এক নারী। তিনি টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা সদরের আজগর আলীর মেয়ে। গত ৩১ জুলাই শনিবার থেকে সখীপুর উপজেলার দাড়িয়াপুর ফালু চাঁনের মাজারপাড় এলাকায় আবদুর রহিমের বাড়িতে স্ত্রীর অধিকার আদায়ের দাবিতে তিনি অনশন করছেন।

মঙ্গলবার সকাল ৯টায় স্থানীয় ইউপি সদস্য শাহীন মিয়া আজকের পত্রিকাকে জানান, নিরাপত্তার কথা চিন্তা করে গতরাতে ওই নারীকে বুঝিয়ে সুজিয়ে স্থানীয় গ্রাম পুলিশের বাড়িতে রাখা হয়েছে। তবে সকালে পুনরায় আবদুর রহিমের বাড়িতে অবস্থান নেওয়ার কথা।

এর আগে অনশনরত সুলতানা খাতুন নামের ওই নারী বিয়ের কাবিননামা ও বিষের বোতল হাতে নিয়ে হুমকি দেন, স্ত্রীর অধিকার না পেলে তিনি ওই বাড়িতেই বিষপানে আত্মহত্যা করবেন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে দল বেঁধে লোকজন ওই নারীকে এক নজর দেখতে ভিড় জমান।

ওই নারীর বরাত দিয়ে স্থানীয়রা জানান, সখীপুর উপজেলার দাড়িয়াপুর ফাইলা পাগলার মাজার এলাকার মৃত মোজাফর আলীর ছেলে আবদুর রহিম ও ভূঞাপুর উপজেলা সদরের আজগর আলীর মেয়ে সুলতানা খাতুন গাজীপুর চৌরাস্তায় একটি এনজিওতে চাকরি করতেন। এ সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে উভয়ের সম্মতিতে ২০১৭ সালের ৩ আগস্ট ৭ লাখ টাকা দেনমোহরে তাঁরা বিয়ে করেন। গাজীপুর চৌরাস্তার ভাওয়াল কলেজ সংলগ্ন একটি বাসা ভাড়া নিয়ে তাঁরা স্বামী-স্ত্রী হিসেবে থাকতেন।

কিছুদিন আগে তাঁদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে আবদুর রহিম বাসা থেকে চলে আসেন। তাঁর ব্যবহৃত মুঠোফোনের নম্বর পরিবর্তন করে গ্রামের বাড়ি দাড়িয়াপুরে অবস্থান করছিলেন। ওই নারী আবদুর রহিমের সঙ্গে নানাভাবে যোগাযোগের চেষ্টা করলে তাঁকে স্ত্রী হিসেবে মেনে নিতে অস্বীকৃতি জানান।

৩১ জুলাই শনিবার স্ত্রীর অধিকার আদায়ের দাবিতে কাবিননামা এবং বিষের বোতল হাতে নিয়ে স্বামীর বাড়িতে অবস্থান নেন। তাঁর আসার খবর শুনে আবদুর রহিম ও তাঁর পরিবারের লোকজন ঘরে তালা ঝুলিয়ে সটকে পড়েন।

এ ব্যাপারে দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনছার আলী আসিফ বলেন, বিষয়টি মীমাংসার লক্ষ্যে আগামী ৪ আগস্ট অভিযুক্ত আবদুর রহিমসহ উভয় পক্ষের লোকজনকে ডাকা হয়েছে। আশা করি বিষয়টি মীমাংসা হয়ে যাবে।

এ ব্যাপারে অভিযুক্ত আবদুর রহিমের মুঠোফোনে যোগাযোগ করা হয়, তিনি দাবি করেন-বিয়েতে আমার সম্মতি ছিল না, ওই নারীকে বিয়ে করতে বাধ্য করা হয়েছিল।

দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহতের ঘটনায় ময়লার গাড়ির চালক কারাগারে

র‍্যাবের পোশাকে ডাকাতির নাটক করে লাখ টাকা লুট, গ্রেপ্তার ৬

কেরানীগঞ্জে সাড়ে ১১ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে

কেন্দ্রীয় কারাগারে বন্দীর ঢামেকে মৃত্যু

১০ ঘণ্টা পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি কেরানীগঞ্জের মার্কেটের আগুন

আমরা প্রাইম টার্গেটকে খুঁজছি: ডিএমপি কমিশনার

মতিঝিলে ছিনতাইকারীর কবলে ইডেনের ছাত্রী

হাদিকে গুলি: সন্দেহভাজনের তথ্য চেয়ে পুরস্কার ঘোষণা ডিএমপির

কেরানীগঞ্জে মার্কেটে আগুন: জ্বলছে কোটি টাকার দোকান, নির্বাক তাকিয়ে সালাম-সোহেল

কেরানীগঞ্জে জাবালে নূর সুপার মার্কেটে আগুন, উদ্ধার ৪২