হোম > সারা দেশ > ঢাকা

জবিতে আন্তবিভাগ ফুটবল খেলায় গণিত ও ইংরেজি বিভাগের মধ্যে সংঘর্ষ

  জবি প্রতিনিধি

জবিতে আন্তঃবিভাগ ফুটবল খেলায় গণিত ও ইংরেজি বিভাগের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। ছবি: আজকের পত্রিকা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সপ্তম আন্তবিভাগ ফুটবল প্রতিযোগিতায় খেলাকে কেন্দ্র করে গণিত বিভাগ ও ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ ধূপখোলায় দুই বিভাগের ম্যাচ শেষে এই সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।

গণিত বিভাগের শিক্ষার্থীরা জানান, খেলা শেষের একপর্যায়ে ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা মাঠে থাকা বালু গণিত বিভাগের দিকে ছুড়ে মারেন। তখন গণিত বিভাগের তিনজন শিক্ষার্থী ইংরেজি বিভাগের খেলোয়াড়দের দিকে তেড়ে গেলে সেখানে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন।

ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা জানান, গণিত বিভাগের খেলোয়াড়েরা খেলার সময় বিভিন্ন স্লেজিং করে এবং খারাপ ভাষায় গালাগালি করেন। টাইব্রেকারের সময় কিপারকে খারাপভাবে গালি দেন। তারপর তাঁরা ম্যাচ জিতলে তাঁদের দিকে তেড়ে আসেন এবং খেলোয়াড়দের গায়ে হাত দেন।

পরবর্তীকালে গণিত বিভাগের শিক্ষার্থীরা ভিক্টোরিয়া পার্কের কাছে ইংরেজি বিভাগের বাস আটকে দেন। এ সময় বাসের পেছনের দরজার গ্লাস ভেঙে ফেলেন গণিত বিভাগের শিক্ষার্থী। পরবর্তীকালে প্রক্টরিয়াল বডির সদস্যরা এসে শিক্ষার্থীদের শান্ত করে ক্যাম্পাসে নিয়ে যান।

এ ঘটনায় আহত গণিত বিভাগের ১৫ ব্যাচের শিক্ষার্থী শঙ্কর দাস বলেন, ‘আসল ঘটনা ঘটে টাইব্রেকারের সময়। আমাদের খেলোয়াড়দের দিকে বালু নিক্ষেপ করে ও ছাত্রীদের দিকে অশোভন অঙ্গভঙ্গি করে। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। আমার পায়ে রড দিয়ে মারা হয়েছে। আমি তাঁদের শাস্তি চাই।’

গণিত বিভাগের ১৪ ব্যাচের এনামুল হক ইহাদ বলেন, ‘টাইব্রেকার শেষে ইংরেজি বিভাগের গোলকিপার আমাদের দর্শকদের দিকে বালু দেয়। আমরা যখন প্রতিবাদ করতে গেলে তারা সন্ত্রাসী কায়দায় আমাদের ওপর হামলা করে। পতাকার পাইপ দিয়ে আমাদের মারতে আসে। ক্যাম্পাসের বাসে ফেরার সময় আমাদের বাসের দিকে বাঁশ দিয়ে জানলায় খোঁচা মারে। তখন আমাদের জুনিয়ররা একটু রেগে যায়। আমরা এর বিচার চেয়ে কালকে প্রক্টর অফিসে অভিযোগ দেব।’

এ ঘটনায় ইংরেজি বিভাগের ১৩ ব্যাচের শিক্ষার্থী ফরহাদ বলেন, ‘গণিত বিভাগের খেলোয়াড়েরা খেলার সময় বিভিন্ন স্লেজিং করে ও খারাপ ভাষায় গালাগালি করে। টাইব্রেকারের সময় কিপারকে খারাপভাবে গালি দেয়। তারপর আমরা ম্যাচ জিতলে আমাদের দিকে তেড়ে আসে এবং খেলোয়াড়দের গায়ে হাত দেয়। ওই খানে একপর্যায়ে মারামরি হয়। আমাদের একজন গুরুতর আহতসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের বাস ক্যাম্পাসের উদ্দেশে আসার সময় ভিক্টোরিয়া পার্কে গণিত বিভাগের শিক্ষার্থীরা এসে বাস ঘিরে ফেলে। স্যারদের সামনে আমাদের আক্রমণ করে ও ক্যাম্পাসে বাসের ভেতর আমাদের অনেকক্ষণ আটকে রাখে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, ‘আমাদের কাছে দুই বিভাগের পক্ষ থেকে কোনো অভিযোগ আসেনি। আমরা অভিযোগের অপেক্ষায় আছি।’

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি