হোম > সারা দেশ > ঢাকা

উত্তরায় ট্রাকচাপায় নিহত বৃদ্ধের পরিচয় পাওয়া গেছে

 উত্তরা (ঢাকা) প্রতিনিধি 

প্রতীকী ছবি

রাজধানীর উত্তরায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) হেডকোয়ার্টার্সের সামনে ট্রাকচাপায় নিহত বৃদ্ধের পরিচয় পাওয়া গেছে। বৃদ্ধের নাম মো. আনোয়ার হোসেন (৫০)। তাঁর বাড়ি রাজধানীর খিলক্ষেত এলাকায়।

নিহত বৃদ্ধের পরিচয় পাওয়ার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা–পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) মো. সামসুদ্দিন।

এসআই সামসুদ্দিন বলেন, ‘নিহত আনোয়ার হোসেন রাজধানীর খিলক্ষেত এলাকার আওলাদ হোসেনের ছেলে। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। আনোয়ারকে চাপা দেওয়া ট্রাকের সন্ধানে চেষ্টা চালাচ্ছি। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

স্থানীয়রা জানান, গতকাল মঙ্গলবার রাত ১টার দিকে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের এপিবিএন হেডকোয়ার্টার্সের সামনে আনোয়ার হোসেনকে একটি ট্রাক চাপা দেয়। পথচারীরা গুরুতর অবস্থায় তাঁকে প্রথমে উত্তরার কুয়েত–বাংলাদেশ মৈত্রী হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে আজ ভোরে তাঁর মৃত্যু হয়। তাৎক্ষণিক তাঁর পরিচয় জানা যায়নি।

হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী গোলাম রব্বানী বলেন, ‘এপিবিএন হেডকোয়ার্টার্সের সামনে দিয়ে যাওয়ার সময় অজ্ঞাত ওই বৃদ্ধকে রক্তাক্ত অবস্থায় সড়কের মাঝখানে পড়ে থাকতে দেখতে পাই। স্থানীয়রা আমাকে জানায়, ওই ব্যক্তিকে একটি ট্রাক চাপা দিয়ে পালিয়েছে।’

গোলাম রব্বানী আরও বলেন, ‘রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে প্রথমে উত্তরার একটি হাসপাতালে, পরে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।’

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা