হোম > সারা দেশ > ঢাকা

খিলগাঁও রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: রাজধানীর খিলগাঁও রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে ইলিয়াস আহমেদ কিরণ (৪৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর পৌনে ১২টায় তাঁর মৃত্যু হয়।

হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী মো. ইব্রাহিম খলিল জানান, সকাল সাড়ে ৯টার দিকে খিলগাঁও রেলক্রসিংয়ের একটু দূরে কমলাপুরগামী মালবাহী একটি ট্রেনের নিচে কাটা পড়েন ইলিয়াস। এতে তাঁর দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। এ ছাড়া মাথায়ও আঘাত পান। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যান খলিল।

ইলিয়াসের স্ত্রী নাসরিন আক্তার ডলি জানান, তাঁর বাড়ি নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর গ্রামে। তাঁর বাবা মৃত গোলাম মোস্তফা। দুই ছেলে ও দুই মেয়েকে নিয়ে তিনি সবুজবাগের বাসাবো এলাকায় ভাড়া থাকেন। সাইনবোর্ডে ব্যবসা করতেন তিনি। তবে দুই বছর ধরে ছিলেন বেকার। বেকারত্বের কারণে এত বড় সংসার চালাতে হিমশিম খেতে হতো তাঁকে। এসব কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। সকাল ৯টার দিকে তিনি বাসা থেকে বের হন। এর কিছুক্ষণ পরেই তাঁর দুর্ঘটনার খবর শুনতে পান তিনি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া ইলিয়াস আহমেদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃতদেহটি মর্গে রাখা হয়েছে।

 

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন

বিপিএল ম্যাচ না হওয়ায় পল্লবীতে দর্শকদের সড়ক অবরোধ

হাদি হত্যা: বাদীর নারাজি আবেদন গ্রহণ, সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ

একজন ওয়ার্ড কাউন্সিলরের পরিকল্পনায় হাদি হত্যা—ডিবি পুলিশের তদন্ত প্রতিবেদন রীতিমতো হাস্যকর: বাদীপক্ষ

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ দ্বিতীয় দিনে, তীব্র যানজটে ভোগান্তি

হাদি হত্যা: ডিবির চার্জশিট প্রত্যাখ্যান করে বাদীর নারাজি

এনআইডি জালিয়াতি করে কোটি টাকা আয়ের অভিযোগে ইসির কর্মচারী গ্রেপ্তার

বিটিসিএলের তিন কর্মকর্তাসহ ৫ জনের নামে মামলা, তদন্তে সিআইডি

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৯