হোম > সারা দেশ > ঢাকা

সাভারে সংঘর্ষ দেখতে গিয়ে গুলিবিদ্ধ পোশাকশ্রমিক, ৩ দিন পর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাভার

ঢাকার সাভারে গত শনিবার সন্ধ্যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ দেখতে গিয়ে গুলিবিদ্ধ হন পোশাকশ্রমিক শুভ শীল (২৫)। এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার ভোরে তিনি মারা যান। 

শুভ শীল ঝিনাইদহের বিকাশ শীলের ছেলে। তিনি সাভার পৌর এলাকার দক্ষিণপাড়ায় থেকে একটি পোশাক কারখানায় চাকরি করতেন। এনাম মেডিকেলের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ ও আন্দোলনকারীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা দেখতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছিলেন শুভ। 

এদিকে কোটা সংস্কারের আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাই থানায় ১১টি মামলা হয়েছে। এসব মামলায় অন্তত ২০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তার ও আটকদের মধ্যে বিএনপি ও জামায়াতের উল্লেখযোগ্য কেউ নেই বলে দলীয় সূত্রে জানা গেছে। 

পুলিশ জানায়, মারধর, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুট ও সরকারি কাজে বাধা দেওয়াসহ বিভিন্ন অপরাধে সাভার থানায় সাতটি, আশুলিয়া থানায় তিনটি ও ধামরাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এসব মানলায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত সাভারে শতাধিক, আশুলিয়ায় ৩৭ জন ও ধামরাইয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

সাভার পৌর বিএনপির এক নেতা বলেন, গত সোমবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পেছনের কয়েকটি গ্রামে অভিযান চালিয়ে পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে। তাঁদের মধ্যে ধামরাই পৌর বিএনপির সহসভাপতি আনোয়ার জাহিদ তালুকদার রয়েছেন। তাঁকে আশুলিয়া থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। 

ওই নেতা জানান, পুলিশ গত সোমবার থেকে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের বাসায় বাসায় অভিযান চালাচ্ছে। গত সোমবার সাভার পৌরসভার কাউন্সিলর ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুর রহমানের মজিদপুরের বাসায় অভিযান চালায় পুলিশ। আবদুর রহমান তখন বাসায় ছিলেন না। পুলিশ এ সময় লিটন নামের তাঁর বাসার এক ভাড়াটিয়াকে ধরে নিয়ে যায়। লিটন স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন। 

ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি বলেন, ‘তিন থানায় ১১টি মামলা হয়েছে। এসব মামলায় অন্তত ২০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আরও মামলা প্রক্রিয়াধীন। পাশাপাশি গ্রেপ্তার অভিযানও চলমান।’

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু