হোম > সারা দেশ > ঢাকা

চাঁদাবাজি বন্ধের দাবিতে চীন মৈত্রী সেতুতে অবরোধ, দীর্ঘ যানজট

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নামে চাঁদাবাজি ও হয়রানির প্রতিবাদে চীন মৈত্রী (পোস্তগোলা) সেতু অবরোধ করেন সিএনজিচালিত অটোরিকশাচালকেরা। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চীন মৈত্রী সেতুতে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন চালকেরা। তাতে ঢাকা-মাওয়া মহাসড়কে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়।

মহাসড়কে দীর্ঘক্ষণ আটকে থেকে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। এ সময় অনেকে যানবাহন থেকে নেমে হেঁটে সেতু পার হয়েছেন। প্রায় দুই ঘণ্টা অবরোধের পর চাঁদাবাজি বন্ধের আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেন চালকেরা। দুই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হলেও সেতুতে সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে।

এ বিষয়ে অটোরিকশাচালকদের নেতা মো. মুন্না বলেন, ‘আমরা কেরানীগঞ্জ থেকে যাত্রী নিয়ে জুরাইন পোস্তগোলা যাই। জুরাইন এলাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নামে একটি স্লিপ দিয়ে ৩০ টাকা চাঁদা নেওয়া হতো। কিন্তু আজ সকাল থেকে সেই চাঁদা ৬০ টাকা করা হয়। তাই আমরা এই চাঁদাবাজি বন্ধের দাবিতে অবরোধ করেছি। চাঁদাবাজি বন্ধ না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।’

এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) শাহাবুদ্দিন কবির আজকের পত্রিকাকে বলেন, সিটি করপোরেশনের নামে চাঁদাবাজির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সন্ধ্যায় উভয়পক্ষের উপস্থিতিতে আলোচনা করে বিষয়টি সমাধানের ব্যবস্থা নেওয়া হবে।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু