হোম > সারা দেশ > ঢাকা

চাঁদাবাজি বন্ধের দাবিতে চীন মৈত্রী সেতুতে অবরোধ, দীর্ঘ যানজট

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নামে চাঁদাবাজি ও হয়রানির প্রতিবাদে চীন মৈত্রী (পোস্তগোলা) সেতু অবরোধ করেন সিএনজিচালিত অটোরিকশাচালকেরা। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চীন মৈত্রী সেতুতে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন চালকেরা। তাতে ঢাকা-মাওয়া মহাসড়কে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়।

মহাসড়কে দীর্ঘক্ষণ আটকে থেকে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। এ সময় অনেকে যানবাহন থেকে নেমে হেঁটে সেতু পার হয়েছেন। প্রায় দুই ঘণ্টা অবরোধের পর চাঁদাবাজি বন্ধের আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেন চালকেরা। দুই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হলেও সেতুতে সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে।

এ বিষয়ে অটোরিকশাচালকদের নেতা মো. মুন্না বলেন, ‘আমরা কেরানীগঞ্জ থেকে যাত্রী নিয়ে জুরাইন পোস্তগোলা যাই। জুরাইন এলাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নামে একটি স্লিপ দিয়ে ৩০ টাকা চাঁদা নেওয়া হতো। কিন্তু আজ সকাল থেকে সেই চাঁদা ৬০ টাকা করা হয়। তাই আমরা এই চাঁদাবাজি বন্ধের দাবিতে অবরোধ করেছি। চাঁদাবাজি বন্ধ না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।’

এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) শাহাবুদ্দিন কবির আজকের পত্রিকাকে বলেন, সিটি করপোরেশনের নামে চাঁদাবাজির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সন্ধ্যায় উভয়পক্ষের উপস্থিতিতে আলোচনা করে বিষয়টি সমাধানের ব্যবস্থা নেওয়া হবে।

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন

বিপিএল ম্যাচ না হওয়ায় পল্লবীতে দর্শকদের সড়ক অবরোধ

হাদি হত্যা: বাদীর নারাজি আবেদন গ্রহণ, সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ

একজন ওয়ার্ড কাউন্সিলরের পরিকল্পনায় হাদি হত্যা—ডিবি পুলিশের তদন্ত প্রতিবেদন রীতিমতো হাস্যকর: বাদীপক্ষ

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ দ্বিতীয় দিনে, তীব্র যানজটে ভোগান্তি

হাদি হত্যা: ডিবির চার্জশিট প্রত্যাখ্যান করে বাদীর নারাজি

এনআইডি জালিয়াতি করে কোটি টাকা আয়ের অভিযোগে ইসির কর্মচারী গ্রেপ্তার

বিটিসিএলের তিন কর্মকর্তাসহ ৫ জনের নামে মামলা, তদন্তে সিআইডি

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৯