হোম > সারা দেশ > ঢাকা

হজযাত্রীদের জন্য অতিরিক্ত ফ্লাইট বাড়াতে মন্ত্রণালয়ের চিঠি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের হজযাত্রীদের জন্য অতিরিক্ত ফ্লাইট বাড়াতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়েছে সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলোকে।

আজ সোমবার মন্ত্রণালয় উপসচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীন স্বাক্ষরিত এই চিঠিতে বলা হয়, বিগত কয়েক দিনের নির্ধারিত ফ্লাইটের হজযাত্রী সৌদি আরব যেতে না পারায়, শেষ দিকে ৮০০-১০০০ জন যাত্রীর হজযাত্রায় জটিলতা তৈরি হতে পারে। এই সমস্যা সমাধান করতে সব এয়ারলাইনস নির্ধারিত কোটার মধ্যে আগামী ৪ জুলাই পর্যন্ত অতিরিক্ত ফ্লাইটের স্লট বরাদ্দ রাখার জন্য অনুরোধ করা হলো।

বাংলাদেশি হজযাত্রীদের জন্য এ বছর ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সৌদি এয়ারলাইনস ও ফ্লাইনাস। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট বাংলাদেশ থেকে ছেড়ে যায় ৫ জুন। চলবে ৪ জুলাই পর্যন্ত। ফ্লাইট বাড়ানোর বিষয়ে জানতে চাইলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার আজকের পত্রিকাকে বলেন, ‘হজযাত্রীদের জন্য বিমানের ডেডিকেটেড ৬৫টি ফ্লাইট নির্ধারণ করা হয়েছে। হজযাত্রীদের সুবিধার্থে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা বিমান আলোচনা করে সিদ্ধান্ত নেবে।’

সরকারি ব্যবস্থাপনায় এ বছর ৪ হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জনসহ সব মিলিয়ে ৫৭ হাজার ৫৮৫ হজযাত্রী পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব গমনের সুযোগ পাচ্ছেন। চাঁদ দেখা সাপেক্ষে এ বছর পবিত্র হজ পালিত হবে ৮ জুলাই।

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ