হোম > সারা দেশ > ঢাকা

হজযাত্রীদের জন্য অতিরিক্ত ফ্লাইট বাড়াতে মন্ত্রণালয়ের চিঠি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের হজযাত্রীদের জন্য অতিরিক্ত ফ্লাইট বাড়াতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়েছে সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলোকে।

আজ সোমবার মন্ত্রণালয় উপসচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীন স্বাক্ষরিত এই চিঠিতে বলা হয়, বিগত কয়েক দিনের নির্ধারিত ফ্লাইটের হজযাত্রী সৌদি আরব যেতে না পারায়, শেষ দিকে ৮০০-১০০০ জন যাত্রীর হজযাত্রায় জটিলতা তৈরি হতে পারে। এই সমস্যা সমাধান করতে সব এয়ারলাইনস নির্ধারিত কোটার মধ্যে আগামী ৪ জুলাই পর্যন্ত অতিরিক্ত ফ্লাইটের স্লট বরাদ্দ রাখার জন্য অনুরোধ করা হলো।

বাংলাদেশি হজযাত্রীদের জন্য এ বছর ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সৌদি এয়ারলাইনস ও ফ্লাইনাস। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট বাংলাদেশ থেকে ছেড়ে যায় ৫ জুন। চলবে ৪ জুলাই পর্যন্ত। ফ্লাইট বাড়ানোর বিষয়ে জানতে চাইলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার আজকের পত্রিকাকে বলেন, ‘হজযাত্রীদের জন্য বিমানের ডেডিকেটেড ৬৫টি ফ্লাইট নির্ধারণ করা হয়েছে। হজযাত্রীদের সুবিধার্থে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা বিমান আলোচনা করে সিদ্ধান্ত নেবে।’

সরকারি ব্যবস্থাপনায় এ বছর ৪ হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জনসহ সব মিলিয়ে ৫৭ হাজার ৫৮৫ হজযাত্রী পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব গমনের সুযোগ পাচ্ছেন। চাঁদ দেখা সাপেক্ষে এ বছর পবিত্র হজ পালিত হবে ৮ জুলাই।

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’