হোম > সারা দেশ > ঢাকা

হজযাত্রীদের জন্য অতিরিক্ত ফ্লাইট বাড়াতে মন্ত্রণালয়ের চিঠি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের হজযাত্রীদের জন্য অতিরিক্ত ফ্লাইট বাড়াতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়েছে সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলোকে।

আজ সোমবার মন্ত্রণালয় উপসচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীন স্বাক্ষরিত এই চিঠিতে বলা হয়, বিগত কয়েক দিনের নির্ধারিত ফ্লাইটের হজযাত্রী সৌদি আরব যেতে না পারায়, শেষ দিকে ৮০০-১০০০ জন যাত্রীর হজযাত্রায় জটিলতা তৈরি হতে পারে। এই সমস্যা সমাধান করতে সব এয়ারলাইনস নির্ধারিত কোটার মধ্যে আগামী ৪ জুলাই পর্যন্ত অতিরিক্ত ফ্লাইটের স্লট বরাদ্দ রাখার জন্য অনুরোধ করা হলো।

বাংলাদেশি হজযাত্রীদের জন্য এ বছর ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সৌদি এয়ারলাইনস ও ফ্লাইনাস। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট বাংলাদেশ থেকে ছেড়ে যায় ৫ জুন। চলবে ৪ জুলাই পর্যন্ত। ফ্লাইট বাড়ানোর বিষয়ে জানতে চাইলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার আজকের পত্রিকাকে বলেন, ‘হজযাত্রীদের জন্য বিমানের ডেডিকেটেড ৬৫টি ফ্লাইট নির্ধারণ করা হয়েছে। হজযাত্রীদের সুবিধার্থে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা বিমান আলোচনা করে সিদ্ধান্ত নেবে।’

সরকারি ব্যবস্থাপনায় এ বছর ৪ হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জনসহ সব মিলিয়ে ৫৭ হাজার ৫৮৫ হজযাত্রী পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব গমনের সুযোগ পাচ্ছেন। চাঁদ দেখা সাপেক্ষে এ বছর পবিত্র হজ পালিত হবে ৮ জুলাই।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট