হোম > সারা দেশ > ঢাকা

হজযাত্রীদের জন্য অতিরিক্ত ফ্লাইট বাড়াতে মন্ত্রণালয়ের চিঠি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের হজযাত্রীদের জন্য অতিরিক্ত ফ্লাইট বাড়াতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়েছে সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলোকে।

আজ সোমবার মন্ত্রণালয় উপসচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীন স্বাক্ষরিত এই চিঠিতে বলা হয়, বিগত কয়েক দিনের নির্ধারিত ফ্লাইটের হজযাত্রী সৌদি আরব যেতে না পারায়, শেষ দিকে ৮০০-১০০০ জন যাত্রীর হজযাত্রায় জটিলতা তৈরি হতে পারে। এই সমস্যা সমাধান করতে সব এয়ারলাইনস নির্ধারিত কোটার মধ্যে আগামী ৪ জুলাই পর্যন্ত অতিরিক্ত ফ্লাইটের স্লট বরাদ্দ রাখার জন্য অনুরোধ করা হলো।

বাংলাদেশি হজযাত্রীদের জন্য এ বছর ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সৌদি এয়ারলাইনস ও ফ্লাইনাস। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট বাংলাদেশ থেকে ছেড়ে যায় ৫ জুন। চলবে ৪ জুলাই পর্যন্ত। ফ্লাইট বাড়ানোর বিষয়ে জানতে চাইলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার আজকের পত্রিকাকে বলেন, ‘হজযাত্রীদের জন্য বিমানের ডেডিকেটেড ৬৫টি ফ্লাইট নির্ধারণ করা হয়েছে। হজযাত্রীদের সুবিধার্থে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা বিমান আলোচনা করে সিদ্ধান্ত নেবে।’

সরকারি ব্যবস্থাপনায় এ বছর ৪ হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জনসহ সব মিলিয়ে ৫৭ হাজার ৫৮৫ হজযাত্রী পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব গমনের সুযোগ পাচ্ছেন। চাঁদ দেখা সাপেক্ষে এ বছর পবিত্র হজ পালিত হবে ৮ জুলাই।

রাজধানীর বসুন্ধরায় মোটরসাইকেলে প্রাইভেট কারের ধাক্কা, মারধরে আইনজীবীর মৃত্যু

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন