হোম > সারা দেশ > ঢাকা

মন্ত্রীর এপিএস পরিচয়ে প্রতারণা, দম্পতি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদের এপিএস পরিচয়ে ভুয়া ফেইসবুক আইডি খুলে প্রতারণা ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা সাইবার এন্ড স্পেশাল ক্রাইম বিভাগ। গতকাল সোমবার রাত সাড়ে ১০টায় রাজশাহীর রাজপাড়ার ডাবতলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, আতিক হোসেন ওরফে জয় ও মোছা মলি আক্তার ওরফে শান্তা চৌধুরী। তারা উভয়ে স্বামী-স্ত্রী। 

আজ মঙ্গলবার দুপুরে ডিএমপি গোয়েন্দা কার্যালয়ে এ বিষয়ে বিস্তারিত জানান ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ ও ডিবি-উত্তর) মোহাম্মদ হারুন অর রশীদ। 

ডিবির যুগ্ম পুলিশ কমিশনার হারুন অর রশীদ জানান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদের সহকারী একান্ত সচিব মোহাম্মদ রাশেদুজ্জামান সামাজিক যোগাযোগ মাধ্যমে শান্তা চৌধুরী নামের ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দেখতে পান। সেখানে লেখা ছিল, ‘ধন্যবাদ জানাই মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপিকে। আমাকে ২ বছরের জন্য এপিএস হিসেবে চুক্তি ভিত্তিক নিয়োগ দেওয়ার জন্য।’ 

হারুন অর রশীদ জানান, শান্তা চৌধুরী নামের কাউকে মন্ত্রী চিনেন না এবং তার এপিএস হিসেবে নিয়োগও দেননি। তিনি বলেন, ‘সেই আইডি থেকে মন্ত্রীর এপিএস পরিচয় দিয়ে মেসেঞ্জারের মাধ্যমে বিভিন্ন লোকজনের কাছে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন অঙ্কের টাকা দাবি করতেন তাঁরা।’ 

এ ঘটনায় মন্ত্রীর সহকারী একান্ত সচিব মো. রাশেদুজ্জামান বাদী হয়ে রমনা মডেল থানায় একটি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন বলে জানিয়েছেন তিনি। হারুন অর রশীদ বলেন, ‘বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে রাজশাহী থেকে আতিক ও শান্তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা পরস্পর স্বামী-স্ত্রী।’ 

গ্রেপ্তারদের কাছ থেকে উদ্ধার করা মোবাইল ফোন পর্যালোচনা ও জিজ্ঞাসাবাদ করে জানা যায়, তাঁরা প্রতারণার উদ্দেশে ফেসবুক বিভিন্ন ভুয়া অ্যাকাউন্ট খুলে নিজেদের বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা দাবি করে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে লোকজনের কাছ থেকে মোটা অঙ্কের টাকা চাইতেন। তাদের মোবাইলে কয়েকটি ভিন্ন ভিন্ন নামের ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট পাওয়া যায়। এসব ভুয়া আইডি দিয়ে তারা বিদেশ যেতে ইচ্ছুক আগ্রহী প্রার্থীদের টার্গেট করত। এ ধরনের প্রতারণা করে তারা লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে বলে গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা জানান।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট