হোম > সারা দেশ > গাজীপুর

কালীগঞ্জে সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরে কালীগঞ্জে সেপটিক ট্যাংকে পড়ে সাত বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে সমবয়সী অন্য বাচ্চাদের সঙ্গে খেলতে গিয়ে দুর্বাটি গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত মো. ইউসুফ সুনামগঞ্জ ধর্মপাশার চকিয়াচাপুর এলাকার প্রবাসী শেখ হাবিবুর রহমানের ছেলে। সে মায়ের সঙ্গে নানার বাড়িতে থাকত। 

শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মনজুর-এ-এলাহী। 

নিহতের নানা মো. আশরাফুল আলম জানান, ইউসুফ দুপুরে নামাজ পড়ে খাওয়া দাওয়া শেষ করে তার সমবয়সীদের সঙ্গে বাড়ির উঠানে খেলছিল। একপর্যায়ে তারা সেপটিক ট্যাংকের ওপর বসে খেলতে থাকে। ঢাকনাটি পুরোনো হওয়ায় তা ভেঙে ভেতরে পড়ে যায় ইউসুফ। তার সঙ্গে থাকা বাকিরা এসে বিষয়টি নানিকে জানালে তিনি ইউসুফকে উদ্ধার করে হাসপাতালে নেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। 

এ ব্যাপারে কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. আসলাম বলেন, ‘খবর পেয়ে আমার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। প্রাথমিক সুরতহাল নির্ণয় করে কোনো অভিযোগ না থাকায় নিহতের স্বজনের কাছে লাশটি হস্তান্তর করি।’

রাজধানীর বসুন্ধরায় মোটরসাইকেলে প্রাইভেট কারের ধাক্কা, মারধরে আইনজীবীর মৃত্যু

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন