হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর শাহজাদপুরে ট্রাকের ধাক্কায় রিকশাচালক নিহত

ঢামেক প্রতিবেদক

রাজধানীর গুলশান শাহজাদপুর এলাকায় ট্রাকের ধাক্কায় ইউসুফ (৪৫) নামে এক রিকশাচালক মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শাহজাদপুর বাঁশতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

গুরুতর আহত অবস্থায় সহকর্মীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান।

বাচ্চু মিয়া আজকের পত্রিকাকে বলেন, সহকর্মীরা জানান, ট্রাক ধাক্কায় মারা গেছেন তিনি। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি গুলশান থানা পুলিশ তদন্ত করছে।

আমিনুল ইসলাম নামে আরেক রিকশা চালক জানান, ইউসুফের বাড়ি শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার মোল্লাপাড়া গ্রামে। বাবার নাম মৃত আব্দুস সালাম। বর্তমানে গুলশান নর্দ্দায় রিকশার গ্যারেজে থাকতেন। স্ত্রী ও এক ছেলে এক মেয়ে গ্রামের বাড়িতে থাকেন।

তিনি বলেন, রাতে পুলিশের মাধ্যমে তারা খবর পান, শাহজাদপুর বাঁশতলা এলাকায় ইউসুফ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। পরে তিনিসহ রিকশা গ্যারেজের মালিক ঢাকা মেডিকেলে এসে ইউসুফকে মৃত অবস্থায় দেখতে পান। তবে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছেন কোনো একটি ট্রাক রিকশাসহ ইউসুফকে ধাক্কা দিয়েছে। তবে সেসময় রিকশায় কোনো যাত্রী ছিল না।

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক

এলপিজির সংকট কাটছে না শিগগির