হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর শাহজাদপুরে ট্রাকের ধাক্কায় রিকশাচালক নিহত

ঢামেক প্রতিবেদক

রাজধানীর গুলশান শাহজাদপুর এলাকায় ট্রাকের ধাক্কায় ইউসুফ (৪৫) নামে এক রিকশাচালক মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শাহজাদপুর বাঁশতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

গুরুতর আহত অবস্থায় সহকর্মীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান।

বাচ্চু মিয়া আজকের পত্রিকাকে বলেন, সহকর্মীরা জানান, ট্রাক ধাক্কায় মারা গেছেন তিনি। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি গুলশান থানা পুলিশ তদন্ত করছে।

আমিনুল ইসলাম নামে আরেক রিকশা চালক জানান, ইউসুফের বাড়ি শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার মোল্লাপাড়া গ্রামে। বাবার নাম মৃত আব্দুস সালাম। বর্তমানে গুলশান নর্দ্দায় রিকশার গ্যারেজে থাকতেন। স্ত্রী ও এক ছেলে এক মেয়ে গ্রামের বাড়িতে থাকেন।

তিনি বলেন, রাতে পুলিশের মাধ্যমে তারা খবর পান, শাহজাদপুর বাঁশতলা এলাকায় ইউসুফ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। পরে তিনিসহ রিকশা গ্যারেজের মালিক ঢাকা মেডিকেলে এসে ইউসুফকে মৃত অবস্থায় দেখতে পান। তবে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছেন কোনো একটি ট্রাক রিকশাসহ ইউসুফকে ধাক্কা দিয়েছে। তবে সেসময় রিকশায় কোনো যাত্রী ছিল না।

হাদি সিঙ্গাপুরে, হামলার নেপথ্যের ব্যক্তিরা অজানা

রাজধানীর দক্ষিণখানে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ট্রাফিক পুলিশকে ২০০ মিটার টেনে নিয়ে যাওয়া অটোরিকশাচালক গ্রেপ্তার

শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এতিম শিশুদের দোয়া

আনিস আলমগীরকে গ্রেপ্তার স্বৈরাচারী আমলে সাংবাদিক দমন-পীড়নের পুনরাবৃত্তি

কেরানীগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

ড. ইউনূস যদি চান, সারা বাংলাদেশকে কারাগার বানাতে পারেন—আদালতে আনিস আলমগীর

জবি ভিসির ভবন ঘেরাও করে রেখেছেন আস-সুন্নাহর মেধাবী প্রজেক্টের শিক্ষার্থীরা

আতিফ আসলামের কনসার্ট নিয়ে প্রতারণা: মেইন স্টেজের ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

আনিস আলমগীরকে ৫ দিনের রিমান্ডে পেল পুলিশ