হোম > সারা দেশ > ঢাকা

ভারত থেকে আনা ৩৪৪ মোবাইল ফোন জব্দ, কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর যাত্রাবাড়ী থেকে শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানকৃত বিভিন্ন ব্র্যান্ডের ৩৪৪টি মোবাইল ফোন উদ্ধার করেছে র‍্যাব-১০। এ ঘটনার সঙ্গে জড়িত মোক্তার হোসেন নামে এক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে মালামাল বহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয় বলে জানিয়েছে র‍্যাব। 

আজ রোববার দুপুরে র‍্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার এম. জে. সোহেল বলেন, ‘র‍্যাব-১০ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালায়। 

এসময় দেশে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আনা ৩৪৪টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন ও চার্জার উদ্ধারসহ মোক্তার নামে এক চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়।’ 

তিনি বলেন, গ্রেপ্তার মোক্তার একজন মোবাইল চোরাকারবারি চক্রের সক্রিয় সদস্য। তিনি বেশ কিছুদিন ধরে ভারত থেকে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন মোবাইলের মার্কেট ও দোকানে সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ