হোম > সারা দেশ > ঢাকা

আদাবর থানা থেকে মাদক মামলার আসামির পলায়ন 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর আদাবর থানার হাজতখানার ভেতর থেকে মাদক মামলার এক আসামি পালিয়ে গেছে। আজ শনিবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। পলাতক আসামির নাম লাবনী আক্তার (২০)। তাকে গতকাল শুক্রবার দুপুরে ইয়াবাসহ গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনায় আসামিকে ধরতে অভিযানে নেমেছে পুলিশ। দায়িত্ব অবহেলার কারণে সেসময় দায়িত্বরত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ ঊর্ধ্বতন এক কর্মকর্তা। 

আসামি পলায়নের বিষয়টি নিশ্চিত করেছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান। তিনি বলেন, ভোর রাতে এক নারী আসামি পালিয়েছে। আমরা তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছি। আশা করছি দ্রুতই গ্রেপ্তার হবে। এই নারীর বিরুদ্ধে মিরপুর থানায় মাদক মামলা রয়েছে। নারীকে গ্রেপ্তারের পর বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে আদাবর থানায়। 

এই বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও জোনের সহকারী কমিশনার পদের এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, পলাতক আসামিকে ধরতে অভিযান চলছে। সেই সঙ্গে থানায় দায়িত্বরত পুলিশ সদস্যদের দায়িত্বে অবহেলার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

গতকাল শুক্রবার দুপুরে আদাবর থানার এসআই ইব্রাহীম ও এএসআই মাসুম আলীর নেতৃত্বে লাবনী আক্তারকে শেখেরটেক ১১ নম্বর থেকে ২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। পরদিন আদালতে পাঠানোর জন্য রাতে আসামিকে থানার হাজতখানায় রাখা হয়। সকালে আদালতে পাঠাতে এসে পুলিশ আসামিকে খুঁজে না পেলে ঘটনাটি নিয়ে থানায় তোলপাড় সৃষ্টি হয়।

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি