হোম > সারা দেশ > ঢাকা

আদাবর থানা থেকে মাদক মামলার আসামির পলায়ন 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর আদাবর থানার হাজতখানার ভেতর থেকে মাদক মামলার এক আসামি পালিয়ে গেছে। আজ শনিবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। পলাতক আসামির নাম লাবনী আক্তার (২০)। তাকে গতকাল শুক্রবার দুপুরে ইয়াবাসহ গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনায় আসামিকে ধরতে অভিযানে নেমেছে পুলিশ। দায়িত্ব অবহেলার কারণে সেসময় দায়িত্বরত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ ঊর্ধ্বতন এক কর্মকর্তা। 

আসামি পলায়নের বিষয়টি নিশ্চিত করেছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান। তিনি বলেন, ভোর রাতে এক নারী আসামি পালিয়েছে। আমরা তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছি। আশা করছি দ্রুতই গ্রেপ্তার হবে। এই নারীর বিরুদ্ধে মিরপুর থানায় মাদক মামলা রয়েছে। নারীকে গ্রেপ্তারের পর বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে আদাবর থানায়। 

এই বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও জোনের সহকারী কমিশনার পদের এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, পলাতক আসামিকে ধরতে অভিযান চলছে। সেই সঙ্গে থানায় দায়িত্বরত পুলিশ সদস্যদের দায়িত্বে অবহেলার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

গতকাল শুক্রবার দুপুরে আদাবর থানার এসআই ইব্রাহীম ও এএসআই মাসুম আলীর নেতৃত্বে লাবনী আক্তারকে শেখেরটেক ১১ নম্বর থেকে ২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। পরদিন আদালতে পাঠানোর জন্য রাতে আসামিকে থানার হাজতখানায় রাখা হয়। সকালে আদালতে পাঠাতে এসে পুলিশ আসামিকে খুঁজে না পেলে ঘটনাটি নিয়ে থানায় তোলপাড় সৃষ্টি হয়।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট