হোম > সারা দেশ > ঢাকা

মোহাম্মদপুর ও বিমানবন্দরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৫৮ জন

আজকের পত্রিকা ডেস্ক­

প্রতীকী ছবি

রাজধানীর মোহাম্মদপুর ও বিমানবন্দর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গত ৯ দিনে কিশোর গ্যাং সদস্য এবং ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২৫৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও যৌথ বাহিনী। তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্রসহ দেশীয় বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও নানা ধরনের দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বিভিন্ন স্থান থেকে লুট হওয়া টাকা, স্বর্ণালংকার ও মালামাল।

ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার মো. রুহুল কবির খান বলেন, গ্রেপ্তারদের বেশির ভাগ সন্ত্রাসী ও কিশোর গ্যাংয়ের নেতা। তাঁদের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র আইন এবং অপহরণের মামলা রয়েছে।

সাম্প্রতিক মোহাম্মদপুরে খুন, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ বেড়ে যাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অপরাধ বেড়ে যাওয়ার প্রতিবাদে বাসিন্দারা থানাও ঘেরাও করেন। এরপর সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাব যৌথ অভিযান শুরু করে। মোহাম্মদপুর ও বেড়িবাঁধসংলগ্ন এলাকা থেকে এ পর্যন্ত ১৮০ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

এদিকে রাজধানীর বিমানবন্দর এলাকায় ছিনতাইয়ের চেষ্টাকালে গত ৯ দিনে মোট ৭৮ জন পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ডিএমপির বিমানবন্দর থানা-পুলিশ। পুলিশ জানিয়েছে, বিমানবন্দর ও এর আশপাশের এলাকায় এলাকায় পথচারী এবং বিদেশগামী যাত্রীদের মূল্যবান মালামাল ছিনতাইয়ের চেষ্টাকালে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

সোনারগাঁয়ে মহাসড়কে ছিনতাইকারীদের অটোরিকশায় আগুন দিয়েছে জনতা, আটক-২

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ